Nayanthara

‘এ বার থেকে আমাকে শুধু নয়নতারাই বলুন’, কোন নাম নিয়ে আপত্তি জানালেন অভিনেত্রী?

অনুরাগী এবং সংবাদমাধ্যমের উদ্দেশে বিশেষ অনুরোধ জানালেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। কী জানালেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১২:৪৮
image of Nayanthara

দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ছবি: সংগৃহীত।

জনপ্রিয়তার নিরিখে তারকাদের নামের সঙ্গে নানা বিশেষণ জুড়ে যায়। ‘বিগ বি’ থেকে ‘বাদশাহ’— তালিকা দীর্ঘ। দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে যেমন অনুরাগীরা ‘লেডি সুপারস্টার’ নামে সম্বোধন করতে পছন্দ করেন। তবে এই বিষয়টি নিয়ে এ বারে আপত্তি জানিয়েছেন নয়নতারা।

Advertisement

সমাজমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন নয়নতারা। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তিনি জানিয়েছেন, এর পর থেকে তাঁকে যেন আর ‘লেডি সুপারস্টার’ নামে না ডাকা হয়। নয়নতারা লেখেন, ‘‘আমার বিনীত অনুরোধ, আমাকে ‘নয়নতারা’ বলেই ডাকুন। কারণ এই নামটা আমার হৃদয়ের কাছের।’’

একই সঙ্গে নয়নতারা জানিয়েছেন, যে কোনও বিশেষণ ভালবাসার বহিঃপ্রকাশ। কিন্তু কখনও-কখনও তা অভিনেতাকে তাঁর কাজ এবং প্রকৃত পরিচয় থেকে দূরে ঠেলে দিতে পারে। নয়নতারা লেখেন, ‘‘ভবিষ্যৎ সব সময়েই অনিশ্চিত। কিন্তু তার মাঝেও আমি আপনাদের ভালবাসায় আপ্লুত। আমিও আমার নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে আপনাদের মনোরঞ্জন করতে থাকব।’’

নয়নতারাকে দর্শক এর পর ‘টেস্ট’ ছবিতে দেখবেন। ওটিটির জন্য নির্মিত ছবিটির মুক্তির দিন এখনও প্রকাশ্যে আসেনি। পাশাপাশি একাধিক নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন