palash muchhal smriti mandhana

শেষ মুহূর্তে স্মৃতির সঙ্গে বিয়ে স্থগিত পলাশের, কঠিন পরিস্থিতিতে কার শরণাপন্ন হলেন সুরকার?

বিয়ে স্থগিতের প্রায় ৯ দিন পেরিয়ে গিয়েছে, এখনও প্রকাশ্যে আসেননি স্মৃতি। পলাশের নামে প্রতারণার অভিযোগ ওঠে। বাগ্‌দত্তাকে ফিরে পেতে কী করলেন পলাশ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪
পলাশ মুচ্ছল।

পলাশ মুচ্ছল। ছবি: সংগৃহীত।

তীরে এসে যেন তরী ডুবেছে। নভেম্বর মাসে ভারতীয় মহিলা ক্রিকেটদল প্রথম বার বিশ্বকাপ জিতেছে। সেই মাসের ২৩ তারিখে পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল ওই ক্রিকেটদলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার সঙ্গে। কিন্তু বিয়ের দিন সকালেই ভেস্তে যায় সব। এর পরে প্রায় ৯ দিন পার, প্রকাশ্যে আসেননি স্মৃতি। পলাশের নামে প্রতারণার অভিযোগ। বাগ্‌দত্তাকে ফিরে পেতে কী করলেন পলাশ?

Advertisement

১ ডিসেম্বর মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল পলাশকে। সঙ্গে ছিলেন সুরকারের মা ও বাবা। তার পর থেকেই স্মৃতির সঙ্গে তাঁর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। শোনা যায়, আগামী ৭ ডিসেম্বর নাকি অবশেষে বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি ও পলাশ। যদিও, স্মৃতির ভাই শ্রবণ মন্ধানা সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, ‘‘যত দূর আমি জানি, ওদের বিয়ে এখনও স্থগিত রয়েছে।’’ এ বার এই পরিস্থিতি থেকে নিজেকে বার করতে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হলেন পলাশ। মাস্কে মুখ ঢেকে প্রেমানন্দ মহারাজের বাণী শুনছেন পলাশ, সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ছবি।

এই মুহূর্তে বলিউড থেকে ক্রিকেটজগতের খ্যাতনামীরা সঙ্কটে পড়লেই প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হন। বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শিল্পা শেট্টী-রাজ কুন্দ্র— যখনই তারকারা বিপদে পড়েছেন কিংবা জীবনের দিকনির্ণয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন, প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছেন। যদিও শোনা যায় যে প্রেমানন্দ সকলকেই একটাই উপদেশ দেন, সারাদিনে অন্তত দশ হাজার বার রাধানাম জপতে হবে। এ বার পলাশকেও কি সেই উপদেশই দিলেন ব্যক্তিগত জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য?

Advertisement
আরও পড়ুন