Dhurandhar

‘ধুরন্ধর’ নিয়ে চর্চায় পাকিস্তানের মানুষ! অতিরিক্ত রক্তারক্তি নিয়ে বিতর্ক, কী বলছে করাচি?

পাকিস্তানের মানুষও এই ছবি নিয়ে আলোচনা করছেন। ছবিতে পাকিস্তানের লিয়ারি শহরকে তুলে ধরা হয়েছে। ঝলক দেখার পরে এ বার বাস্তবের লিয়ারি শহরের মানুষ রণবীর সিংহের ছবি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৩:৩৩
রণবীর ও অর্জুন রামপাল অভিনীত ‘ধুরন্ধর’ নিয়ে চর্চায় পাকিস্তানও।

রণবীর ও অর্জুন রামপাল অভিনীত ‘ধুরন্ধর’ নিয়ে চর্চায় পাকিস্তানও। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঝলকমুক্তির পর থেকে চর্চায় ‘ধুরন্ধর’। শুধু ভারতে নয়, পাকিস্তানের মানুষও এই ছবি নিয়ে আলোচনা করছেন। ছবিতে পাকিস্তানের লিয়ারি শহরকে তুলে ধরা হয়েছে। ঝলক দেখার পরে এ বার বাস্তবের লিয়ারি শহরের মানুষ রণবীর সিংহের ছবি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

Advertisement

আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর অভিনয় করেছেন ভারতীয় গোয়েন্দার চরিত্রে। সেই চরিত্র কী ভাবে ‘লিয়ারি গ্যাং’-এর মধ্যে ঢুকে পড়ে, তা দেখানো হবে ছবিতে। এই ‘লিয়ারি গ্যাং’-এর বাস্তবিক চরিত্র রেহমান ডাকাইটের প্রসঙ্গও ছবিতে রয়েছে। সেই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খন্না। ছবির ঝলক নিয়ে পাকিস্তানের এক সংবাদমাধ্যম লিয়ারি শহরের স্থানীয়দের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন করেছে।

লিয়ারি শহরকে বলিউডের ছবিতে কী ভাবে তুলে ধরা যেতে পারত, সেই মত প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। লিয়ারির এক বাসিন্দা বলেছেন, “ওরা ছবিটা বানিয়ে ফেলল। আমাদের তো একবার জিজ্ঞাসা করতে পারত। লিয়ারির প্রত্যেকটা গলি ঘুরিয়ে দেখাতাম। রেহমান ডাকাইটের কথাও বলতাম।” অনেকের দাবি, বাস্তবের রেহমান ডাকাইটের সঙ্গে নাকি অক্ষয় খন্নার কোনও মিলই নেই। তবে বিপরীত মতও রয়েছে। তাঁদের বক্তব্য, “লিয়ারি আসলে যেমন, ঠিক তেমন ভাবেই ছবিতে তুলে ধরা হয়েছে।”

এই ছবিতেই পাকিস্তানের পুলিশ আধিকারিক চৌধুরী আসলামের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তাঁকে এই চরিত্রে খুবই মানিয়েছে বলে মত পাকিস্তানের লিয়ারি শহরের মানুষের। অনেকে আবার লিয়ারি শহর ঘুরে দেখার জন্য রণবীর ও সঞ্জয় দত্তকে আমন্ত্রণও জানিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের করাচির ঐতিহাসিক এলাকা এই লিয়ারি শহর। এটি অত্যন্ত প্রাচীন এলাকা বলেও জানা যায়। ৮০ ও ৯০-এর দশকে এই এলাকার দখল নিয়েছিল লিয়ারি গ্যাং।

Advertisement
আরও পড়ুন