Movie Release

নিঃশ্বাস ফেলছে ‘ধুরন্ধর’, থলপতির শেষ সিনেমা, সঙ্গে রয়েছে প্রভাসের ‘দ্য রাজা সাব’, শুক্রবারে মুক্তি পাচ্ছে কী কী ছবি?

রণবীরের সিংহের ‘ধুরন্ধর’ এখনও বক্সঅফিস দাপিয়ে বেড়াচ্ছে। যদিও অনুমান, চলতি সপ্তাহে দক্ষিণী ছবির দিকেই পাল্লা ভারী থাকবে বক্সঅফিসে। এক দিকে থলপতি বিজয়, অন্য দিকে প্রভাস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১০:৫০
মুক্তি পাচ্ছে যে যে সিনেমা।

মুক্তি পাচ্ছে যে যে সিনেমা।

জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল ‘ইক্কিস’। বক্সঅফিসে সেই ছবি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ দিকে, গত বছরের শেষ সপ্তাহে মুক্তি পাওয়া রণবীরের সিংহের ‘ধুরন্ধর’ এখনও দাপিয়ে বেড়াচ্ছে বক্সঅফিস । যদিও চলতি সপ্তাহে যেন দক্ষিণী ছবির দিকেই থাকবে পাল্লা ভারী। এক দিকে থলপতি বিজয়ের শেষ ছবি! অন্য দিকে প্রভাস। এর মাঝেই রয়েছেন বাংলার অঙ্কুশ হাজরা।

Advertisement

দ্য রাজা সাব

এই ছবিতে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস । অন্য দিকে বলিপাড়ার ‘সঞ্জুবাবা’। ছবিতে রয়েছে তিন অভিনেত্রী। ভরপুর অ্যাকশন, হরর, কমেডিও রয়েছে। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য রাজা সাব’। তেলুগু ভাষার এই ছবির পরিচালক এবং চিত্রনাট্যকারের দায়িত্ব একসঙ্গে সামলেছেন মারুথি। বড়পর্দা থেকে প্রায় দু’বছরের বিরতির পর এই ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন প্রভাস। স্বাভাবিক ভাবে এই ছবি নিয়ে উন্মাদনা রয়েছে অনুরাগী মহলে।

নারী চরিত্র বেজায় জটিল

গত সপ্তাহে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পেয়েছিল। তবে এই সপ্তাহে একটি মাত্র বাংলা ছবিই মুক্তি পাচ্ছে। বাস্তবের প্রেমিক-প্রেমিকা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন এ বার বড়পর্দায়। ছবির নাম ‘নারী চরিত্র বেজায় জটিল’। ইতিমধ্যেই এই ছবি নিয়ে জোর কদমে প্রচার চালাচ্ছেন তারকাযুগল। এর আগে ‘মির্জা’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। যদিও বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি তাঁদের সেই ছবি। এ বার মজার মোড়কে পারিবারিক ছবিতে অঙ্কুশ–ঐন্দ্রিলা জুটি কতটা কামাল দেখাতে পারে সেটাই দেখার। তাঁদের বাস্তব জীবনের রোমান্স কি ফুটে উঠবে সিনেমার পর্দায়!

জন নায়কন

২০২৩ সালের তেলুগু ছবি ‘ভগবান কেশরী’ থেকে অনুপ্রাণিত, ‘জন নায়কন ’ থলপতি বিজয়ের অভিনীত শেষ ছবি বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, এর পর থেকে তিনি নাকি পুরোদস্তুর রাজনীতির ময়দানেই থাকবেন। এটি থলপতি ভেত্রি কোন্দন নামে একজন আইপিএস অফিসারের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত, যিনি অন্যায়ের বিরুদ্ধে বার বার রুখে দাঁড়ান। তিনি জীবনের প্রথম দিকে পুরনো শত্রুদের পরাজিত করার চেষ্টা করবেন এবং জনগণের নায়ক হয়ে ওঠার গল্পই বলবে এই ছবি। ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। দাবি করা হচ্ছে, এই ছবি ২০২৬-এর অন্যতম ব্যবসায়িক সফল ছবি হতে চলেছে। বিজয় ছাড়া এই ছবিতে রয়েছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজের মতো অভিনেতারা।

পরাশক্তি

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, ছবিটি ১৯৬৫ সালের তামিলনাড়ুর অস্থির পরিবেশকে তুলে ধরবে। ভিন্ন জীবনধারা এবং মতাদর্শের দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ, কিন্তু বৃহত্তর স্বার্থে লড়াই করার জন্য তাদের ঐক্যবদ্ধ হতে হয়। ‘আমরণ’ ছবির সাফল্যের পর ফের বড়পর্দায় দেখা যাবে শিবকার্তিকেয়নকে। তাঁর সঙ্গে রয়েছেন শ্রীলীলা। এ ছাড়াও রয়েছেন দক্ষিণী ছবির জগতের একাধিক তারকা।

Advertisement
আরও পড়ুন