Puja Banerjee

সর্বস্ব খুইয়ে হাউহাউ করে কাঁদছেন পূজা! আগামী মাসগুলি চলবে কী ভাবে, কপালে চিন্তার ভাঁজ

পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৮:৩২
Puja Banerjee and Kunal Verma lost all savings after being cheated by close friends

কেন এমন দশা হল পূজার? ছবি: সংগৃহীত।

প্রাণের বন্ধুর জন্য বড় বিপদের মুখে পড়লেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী কুণাল বর্মা। এক সময় হিন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত মুখ ছিলেন পূজা। টলিউডে ছবির সংখ্যা কম হলেও তিনি ছিলেন দেব, সোহমের নায়িকা ছিলেন। যে ক’টি ছবি করেছেন, সবই কমবেশি হিট।

Advertisement

অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনীক ধর-সহ অনেকের সঙ্গে গভীর বন্ধুত্ব পূজার। এ বার এমনই কোনও এক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছেন বলে দাবি। অভিনেত্রী জানিয়েছেন, তিনি একেবারে শূন্য হয়ে গিয়েছেন।

সম্প্রতি পূজা জানান, তাঁদের সব টাকা খোয়া গিয়েছে। তিন বছর ধরে বন্ধুত্ব ছিল এক জনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তাঁরা। সেই বন্ধুই প্রতারণা করেছেন। পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাঁদের জন্য। আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।

তাঁদের কথায়, ‘‘গত তিন মাস যে কী ভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এর পর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অঙ্কের টাকা চোট হয়েছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।’’ এমন ঘটনার পর অভিনেত্রী দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান। এমন সময় তাঁদের পাশে থাকার অনুরোধ করেন। তাঁদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুণালও। যদিও পূজা বা কুণাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।

Advertisement
আরও পড়ুন