Mangli

জন্মদিনের পার্টিতে দেদার মদ ও মাদক পরিবেশন! খ্যাতনামী গায়িকার বিরুদ্ধে মামলা দায়ের

প্রায় ৫০ জন অতিথি-সহ চেভেল্লা এলাকার একটি রিসর্টে জন্মদিন উদ্‌যাপন করছিলেন। সেখানেই হঠাৎ হানা দেয় পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৭:২৩
কে এই গায়িকা?

কে এই গায়িকা? ছবি: সংগৃহীত।

জন্মদিনের পার্টিই যেন কাল হল গায়িকার। হায়দরাবাদ শহরের সীমানা থেকে দূরে উদ্‌যাপনের আয়োজন করেন ‘পুষ্পা’ ছবির হিট ‘ও অন্থিয়া’ (‘ও অন্তভা’র কন্নড় সংস্করণ) গানের গায়িকা মাঙ্গলি। প্রায় ৫০ জন অতিথি-সহ চেভেল্লা এলাকার একটি রিসর্টে জন্মদিন উদ্‌যাপন করছিলেন। সেখানেই হঠাৎ হানা দেয় তেলঙ্গনা পুলিশ। উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ।

Advertisement

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মাঙ্গলির পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং তেলুগু চলচ্চিত্র জগতের বেশ কয়েক জন গণ্যমান্য। রাচ্চা রবি, দিভি, কাসারলা শ্যাম, গায়িকা ইন্দ্রাবতীর মতো তারকাকেও সেখানে দেখা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে অবৈধ মাদক ও মদ। উপস্থিত অতিথিদের মধ্যে ৪৮ জনের শারীরিক পরীক্ষার পর অন্তত ৯জন গাঁজা সেবন করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এআর রহমানের সঙ্গে দক্ষিণী ছবির গায়িকা মাঙ্গলি।

এআর রহমানের সঙ্গে দক্ষিণী ছবির গায়িকা মাঙ্গলি।

ওই পার্টির আয়োজকদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সস (এনডিপিএস) আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অবৈধ মাদক এল কোথা থেকে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশি অনুমতি না নিয়ে পার্টি আয়োজন এবং আবগারি বিভাগের অনুমতি ছাড়াই মদ পরিবেশনের জন্যও মাঙ্গলির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা দায়ের হয়েছে রিসোর্টের জেনারেল ম্যানেজারের বিরুদ্ধেও।

মাঙ্গলি দক্ষিণী চলচ্চিত্র জগতের খ্যাতনামী গায়িকা। একাধিক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি কমল হাসনের বিতর্কিত ‘ঠগ লাইফ’ ছবিতে এআর রহমানের সুরে গান গেয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন