Amar Boss

মুক্তির আগে সাফল্যের পালক, রাজ্যসভায় দেখানো হবে রাখি গুলজ়ার অভিনীত ‘আমার বস্’

‘মাদার্স ডে’-র আগে মুক্তি পেতে চলেছে রাখি গুলজ়ার অভিনীত ‘আমার বস্’। মুক্তির আগেই এই ছবি দেখানো হবে রাজ্যসভায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:২০
‘আমার বস্‌’ ছবির প্রদর্শনী রাজ্যসভায়।

‘আমার বস্‌’ ছবির প্রদর্শনী রাজ্যসভায়। ছবি: সংগৃহীত।

২২ বছর পর বাংলা সিনেমায় রাখি গুলজ়ার। এমনিতেই চরিত্র বা ছবি নিয়ে বিশেষ কোনও মোহ নেই তাঁর, নিজেই জানিয়েছেন। তাই কাজ করতে খুব একটা চান না। তবু শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিত রায় সম্ভব করে দেখিয়েছেন এক অসম্ভবকে। রাখিকে ফিরিয়ে এনেছেন বাংলা সিনেমায়। গরমের ছুটিতে, ‘মাদার্স ডে’-র আগে মুক্তি পেতে চলেছে ‘আমার বস্’। কিন্তু তার আগেই এই ছবির বিশেষ প্রদর্শন হবে রাজ্যসভায়। ৩ মে বেলা ১১টার সময় সংসদের গ্রন্থাগার ভবনের বালযোগী প্রেক্ষাগৃহে দেখানো হবে এই ছবি।

Advertisement

তবে এই প্রথম নয়। এর আগেও শিবপ্রসাদ-নন্দিতা জুটির ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিটি দেখানো হয়েছে রাজ্যসভায়। এ বার এই জুটির দ্বিতীয় ছবি দেখানো হচ্ছে। বর্তমান ইঁদুরদৌড়ের যুগে কর্পোরেট অফিসে উচ্চপদ ধরে রাখার লড়াইয়ে অনেক সময় সন্তানদের কাছে যেন উপেক্ষিত হয়ে পড়েন তাঁদের বাবা-মায়েরা। এই ছবিতে মা-ছেলের সম্পর্কের সমীকরণকেই তুলে ধরবেন রাখি-শিবপ্রসাদ। পরিচালক নন্দিতা রায়ের কথায়, ‘‘কর্মক্ষেত্রে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছি। কিন্তু আমরা অনেকেই আসলে আমাদের বাড়ির বড়দের একলা রেখে দিই। এই ছবি শুধু সেটা নিয়েই নয়, তার থেকে অনেক বেশি কিছু। এটা আমাদের স্বপ্নের কাজ। কারণ রাখিজি চরিত্র করতে রাজি হয়েছেন এবং এত বছর পর বাংলা ছবিতে কাজ করছেন।’’

ছবির অভিনেতা ও প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় গত বার ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ প্রদর্শনের সময় থাকতে পারেননি। এ বার অবশ্য উপস্থিত থাকবেন।

Advertisement
আরও পড়ুন