Television Celebrities Marriage

খলনায়িকাকেই পছন্দ! কবে, কার সঙ্গে সাত পাক ঘুরছেন ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক অভিষেক বসু?

পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস টিমের সবাইকে নিয়ে আইবুড়োভাত খাইয়েছেন তাঁর জনপ্রিয় ধারাবাহিকের নায়ককে। পরিচালক বরকর্তা না কনেপক্ষ?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১০:৪০
অভিষেক বসু এবং শার্লি মোদককে আইবুড়োভাত খাওয়ালেন রাজেন্দ্রপ্রসাদ দাস।

অভিষেক বসু এবং শার্লি মোদককে আইবুড়োভাত খাওয়ালেন রাজেন্দ্রপ্রসাদ দাস। ছবি: ফেসবুক।

পর্দা আর বাস্তবে কত তফাত! পর্দায় যিনি খলনায়িকা, বাস্তবে তিনিই নায়কের জীবনসঙ্গিনী! ‘ফুলকি’ ধারাবাহিকের নায়ক ‘রোহিত রায়চৌধুরী’ ওরফে অভিষেক বসু বিয়ের পিঁড়িতে। পাত্রী ধারাবাহিকের খলনায়িকা ‘শালিনী’ ওরফে শার্লি মোদক। পর্দার নায়ক-খলনায়িকার প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই টেলিপাড়ায় শোনা যাচ্ছিল। আনন্দবাজার ডট কম সেই সময় যোগাযোগ করেছিল তাঁদের সঙ্গে। অভিষেক-শার্লি উভয়েই জানিয়েছিলেন, তাঁরা খুব ভাল বন্ধু। সেই বন্ধুত্বই মঙ্গলবার তাঁদের ছাঁদনাতলায় পৌঁছে দিচ্ছে। সোমবার দু’জনকে পাশাপাশি বসিয়ে আইবুড়োভাত খাইয়েছেন ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই তিনি রসিকতা করে বলেন, “একের পর এক ধারাবাহিকের অভিনেতা, টেকনিশিয়ানদের বিয়ে দিচ্ছি। নিজেকে যেন বিয়েবাড়ির কর্তা মনে হচ্ছে!”

Advertisement

পরিচালকের ভাগ করে নেওয়া ছবি বলছে, এলাহি আয়োজন করেছিলেন দুই অভিনেতার সহ-অভিনেতারা। সেটে নয়, অভিষেক-শার্লির আইবুড়োভাত হয় একটি রেস্তরাঁয়। কাঁসার থালা-বাটিতে ভাত, ভাজা, তরকারি, পাতুরি, মাছ, মাংস, দই, মিষ্টি— আয়োজনে কোনও ত্রুটি ছিল না। প্রদীপের শিখা মাথায়-বুকে ছুঁইয়ে দেন পরিচালক। বড়দের আশীর্বাদ, সমবয়সিদের শুভেচ্ছা এ দিন ঘিরে ছিল হবু বর-কনেকে।

আপনি কোন পক্ষের? প্রশ্ন শুনে ফোনের ও পারে দরাজ হাসি। পরিচালক বললেন, “আমার ধারাবাহিকের নায়ক-খলনায়িকা। আমি বর-কনে উভয় পক্ষই।” জানালেন, খুব খুশি তিনি। নিত্য দিন হাজারো সমস্যা, অনেক নেতিবাচক ঘটনা ঘটতে থাকে। সে সবের মধ্যেও এই উদ্‌যাপনগুলোই বেঁচে থাকার উপাদান। “এই নিয়ে ‘ফুলকি’ ধারাবাহিকের অনেক অভিনেতা, টেকনিশিয়ানের বিয়ে হল। সকলে মিলে প্রত্যেককে আইবুড়োভাত খাইয়েছি।” জানিয়েছেন, পর্দায় নায়কের তুতো বোনের চরিত্রাভিনেত্রী অর্পিতা মণ্ডল ওরফে ‘লাবণ্য’র বিয়ে দিয়ে শুরু। বিয়ের পিঁড়িতে বসেন আদৃত রায়-কৌশাম্বী চক্রবর্তী। কৌশাম্বী ‘ফুলকি’তে নায়কের প্রাক্তন বৌদি। পরিচালকের আগের ধারাবাহিক ‘মিঠাই’তেও অভিনয় করেছিলেন। ‘মিঠাই’তে ধারাবাবহিকের নায়ক আদৃতের ‘দিদিয়া’ ছিলেন তিনি!

পরিচালকের মতোই খুশি দলের বাকি সদস্যরাও। মঙ্গলবার শুটিং সেরে সকলে পৌঁছে যাবেন বিয়েবাড়ি। অভিষেক-শার্লির চার হাত এক হবে প্রথম সারির এক ব্যাঙ্কোয়েটে। সবিস্তার জানতে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল অভিষেক-শার্লির সঙ্গেও। তাঁদের ফোনে পাওয়া যায়নি।

Advertisement
আরও পড়ুন