Rani Mukerji

‘স্ত্রীর গলার জোর বেশি হওয়া উচিত, পুরুষের নয়’! কী কারণে এমন দাবি করলেন রানি?

এমনিতেই নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রায়ই সরব হয়েছেন রানি। এ বার এক সাক্ষাৎকারে রানি সাফ জানান, বাড়িতে উঁচু গলায় কথা বলতে পারেন কেবল মেয়েরাই। পুরুষদের কখনওই গলার স্বর উঁচু করা উচিত নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৪:৩০
রানি মুখোপাধ্যায়।

রানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী হিসাবে রানি মুখোপাধ্যায় বহুমুখী প্রতিভার প্রমাণ রেখেছেন বিভিন্ন ঘরানার ছবিতে। ২০১৪ সালে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবির প্রচারে এসে, কখনও নিজের মেয়েকে নিয়ে কথা বলেছেন, কখনও আবার তাঁর সঙ্গে আদিত্যের দাম্পত্য নিয়েও মুখ খুলেছেন। তখনই রানি বলেন, ‘‘বাড়িতে পুরুষদের নয়, শুধুমাত্র মহিলাদেরই কথা শোনা উচিত।’’

Advertisement

‘মর্দানি ৩’ ছবিতে কিশোরী মেয়েদের পাচার হওয়ার বিরুদ্ধে লড়তে দেখা যাবে রানিকে। এমনিতেই নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রায়ই সরব হয়েছেন রানি। এ বার এক সাক্ষাৎকারে রানি সাফ জানান, বাড়িতে উঁচু গলায় কথা বলতে পারেন কেবল মেয়েরাই। পুরুষদের কখনওই গলার স্বর উঁচু করা উচিত নয়। কিন্তু, কেন হঠাৎ এমন মন্তব্য করেন অভিনেত্রী? তার ব্যাখ্যাও দিয়েছেন।

রানি বলেন, ‘‘ছেলেরা তাদের বাবাদের দেখেই শেখে। যদি সে দেখে যে তার মায়ের সঙ্গে তার বাবা দুর্ব্যবহার করছে, চিৎকার করছে, তা হলে সে ভেবে নেবে মেয়েদের সঙ্গে এমনই আচরণ করতে হয়। পরবর্তী কালে সেও মেয়েদের সঙ্গে একই ব্যবহার করবে। তাই এক জন পুরুষের কর্তব্য, নিজের স্ত্রীর সঙ্গে সঠিক আচরণ করা। কারণ, পুত্রসন্তান সেটা দেখেই তো শিখবে। পুরুষদের শেখা উচিত, কী ভাবে এক জন নারীকে সম্মান দিতে হয়।’’

তাই রানি শেষে সংযোজন করেন, ‘‘এক জন পুরুষের কখনওই তাঁর স্ত্রীর উপরে চিৎকার করা উচিত নয়। বরং এক জন নারী তাঁর কণ্ঠ ছাড়তে পারেন।’’

Advertisement
আরও পড়ুন