dhurandhar tickets price

গুপ্তচরের চরিত্রে রণবীর সিংহ! আসন্ন ‘ধুরন্ধর’ ছবির টিকিটের দাম আকাশছোঁয়া

আগামী শুক্রবার মুক্তি পাবে ‘ধুরন্ধর’। তার আগে খুলে দেওয়া হল টিকিটের অগ্রিম বুকিং। টিকিটের দাম সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া একাধিক ছবির তুলনায় অনেক বেশি। চাহিদাও কি তুঙ্গে!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৪
রণবীর সিংহ।

রণবীর সিংহ। ছবি: সংগৃহীত।

রণবীর সিংহ-সহ আরও পাঁচ অভিনেতাকে নিয়ে তৈরি ‘ধুরন্ধর’ ছবিকে ঘিরে চর্চা বলিউডে। গত কয়েক বছরে সে ভাবে সাফল্যের স্বাদ পাননি রণবীর। মাঝে ব্যতিক্রম বলতে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। কিন্তু এ বার নাকি বক্সঅফিসের মোড় ঘোরাতে পারে ‘ধুরন্ধর’। আগামী শুক্রবার ছবিমুক্তি। শুরু হয়েছে অগ্রিম বুকিং। তাক লাগাচ্ছে টিকিটের দাম আকাশছোঁয়া দাম। চাহিদাও কি তুঙ্গে?

Advertisement

আদিত্য ধর পরিচালিত এই ছবি প্রায় ৩ ঘণ্টা ৩২ মিনিটের। মেজর মোহিত শর্মার জীবনের উপর তৈরি এই ছবি, ছড়িয়েছিল এমন খবর। যার ফলে দিল্লি হাই কোর্টের কাছে এই ছবি যাতে মুক্তি না পায়, সেই আবেদন জানান মোহিতের পরিবার। মোহিতের মা ও বাবার দাবি, এই ছবির অনেক কিছুই তাঁদের পুত্রের জীবন থেকে নেওয়া হয়েছে। কিন্তু, এসব করার আগে পরিবারের থেকে কোনও অনুমতি নেননি। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিচালক। এত বাধাবিপত্তি সত্ত্বেও ৫ ডিসেম্বরই মুক্তি পাচ্ছে এই ছবি। মুম্বই, দিল্লিতে চড়া দামে বিকোচ্ছে টিকিট।

খবর, মুম্বইয়ের মাল্টিপ্লেক্সগুলিতে এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২০০০ টাকায়। এর উপরে যুক্ত হচ্ছে কর। দাম বেশি হওয়া সত্ত্বেও হুহু করে বিক্রি হচ্ছে টিকিট। কলকাতায় বেশ কিছু জায়গায় এই ছবির টিকিটের দাম প্রায় ৫৭৫ টাকার কাছাকাছি। শোনা যাচ্ছে, অগ্রিম বুকিং থেকে ইতিমধ্যেই কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। দিল্লিতে প্রায় ১১ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। মুম্বইয়ে সেই সংখ্যা অনেকটা কম, সাড়ে চার লক্ষের আশেপাশে।

‘ধুরন্ধর’ ছবির আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি নিয়েও দর্শকের মধ্যে ছিল একই রকমের উন্মাদনা। এই ছবি দুটির টিকিটের সর্বোচ্চ দাম উঠেছিল প্রায় ১৭০০ থেকে ২১০০ টাকা পর্যন্ত। এ ছাড়াও প্রভাস, কৃতি সেনন অভিনীত ‘আদিপুরুষ’ ছবির অগ্রিম বুকিংয়েও এমন উন্মাদনা ছিল। যদিও মুক্তির পর বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। অন্য দিকে ‘আরআরআর’, ‘পুষ্পা ২’ ছবির জন্য একই রকমের উন্মাদনা ছিল দর্শকমনে। মূল্য যা-ই হোক, তারকার টানে টিকিট কেটেছেন দর্শক।

Advertisement
আরও পড়ুন