Saiyaara

শাহরুখ অভিনয় করলে ‘সইয়ারা’ মুখ থুব়ড়ে পড়ত! বাদশাকে নিয়ে এমন বিস্ফোরক দাবি করলেন কে?

মোহিত সুরী পরিচালিত ‘সইয়ারা’ বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবির সাফল্য দেখে অনেকেই বলেছেন, তারকা থাকলেই ছবি সফল হবে, এমন কোনও নিয়ম এখন আর খাটে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৬:০৩
শাহরুখ থাকলে ‘সইয়ারা’ অসফল হত।

শাহরুখ থাকলে ‘সইয়ারা’ অসফল হত। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘সইয়ারা’-তে শাহরুখ খানকে নিলে সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ত। সম্প্রতি দাবি করেছেন ‘সইয়ারা’ খ্যাত বরুণ বডোলা। অহান পাণ্ডে ও অনীত পড্ডা অভিনীত এই ছবি বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে। ছবির নায়ক-নায়িকা আনকোরা দুই মুখ। কিন্তু ছবিতে তার কোনও প্রভাব পড়েনি। ছবি দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। দীর্ঘ দিন পরে ছবিতে এমন প্রেমের গল্প দেখেছে দর্শক। অনেকেই এই ছবিকে ‘কয়ামত সে কয়ামত তক’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘কহো না পেয়ার হ্যায়’-এর মতো ছবির সঙ্গে তুলনা করা হচ্ছে।

Advertisement

মোহিত সুরী পরিচালিত এই ছবি বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এই ছবির সাফল্য দেখে অনেকেই বলেছেন, তারকা থাকলেই ছবি সফল হবে, এমন কোনও নিয়ম এখন আর খাটে না। এক সাক্ষাৎকারে বরুণ বডোলা বলেছেন, “অনেকেই বলছেন, ‘সইয়ারা’ প্রমাণ করে দিয়েছে, ছবির সাফল্যের জন্য আর বড় তারকার দরকার নেই। কিন্তু সেটা সত্যি নয়। ‘জওয়ান’ ছবিতে অহান পাণ্ডেকে ঢুকিয়ে দিন। ছবিটা অসফল হবে। আবার শাহরুখ খানকে ‘সইয়ারা’-তে ঢুকিয়ে দিন। ছবি অসফল হবে।”

বরুণের বক্তব্য, ছবির গল্প অনুযায়ী, অভিনেতাদের বেছে নিতে হবে। ‘সইয়ারা’ ছবির জন্য অহানই যথাযথ। এই চরিত্রের জন্য শাহরুখ অতি বড় অভিনেতা। আবার ‘জওয়ান’ ছবির জন্য যে ব্যক্তিত্বের প্রয়োজন, তা এখনও তৈরি হয়নি অহানের মধ্যে। ওটা একমাত্র শাহরুখই পারবেন।

উল্লেখ্য, ‘সইয়ারা’ ছবিতে অহান ও অনীতের রসায়নও দর্শকের পছন্দ হয়েছে। তবে এই ছবির জন্য তাঁদের দু’জনের কাছে মানুষের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে বলে মনে করছেন অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন