Shah Rukh Khan

শুধু সুহানা ও আব্রামের সঙ্গেই মিল রয়েছে শাহরুখের! বাবার মতো হননি পুত্র আরিয়ান?

একটি অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছিলেন, আরিয়ান, সুহানা বা আব্রাম কেউই তাঁর মতো হয়নি। তাঁর স্বভাব পায়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৪
Shah Rukh Khan said that Aryan Khan, Suhana Khan and Abram have no similarities with him

আরিয়ানের সঙ্গে কোনও মিল নেই শাহরুখের। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান। এই নামের আগে কোনও বিশেষণের প্রয়োজন পড়ে না। আবিশ্ব রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। শুধু শাহরুখের অভিনয় নয়, তাঁর ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। অনেকেই তাঁর দ্বারা অনুপ্রাণিত। অনেকের আবার জীবনের লক্ষ্যই থাকে, তাঁর মতো হয়ে ওঠা। কিন্তু তাঁর সন্তানেরা নাকি কেউ তাঁর মতো হয়নি। বিষয়টি নিজেই জানিয়েছিলেন শাহরুখ।

Advertisement

২০২৪-এ একটি অনুষ্ঠানে শাহরুখ জানিয়েছিলেন, আরিয়ান, সুহানা বা আব্রাম কেউই তাঁর মতো হয়নি। তাঁর স্বভাব পায়নি। আর সেই কারণে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ বলিউডের বাদশাহ। শাহরুখের মতে, তাঁর তিন ছেলেমেয়েই মানুষ হিসাবে খুব ভাল হয়েছেন। কিন্তু তাঁরা নাকি কোনও ভাবেই শাহরুখের মতো হয়ে উঠতে পারেননি। শাহরুখ মনে করেন, তাঁর ছেলেমেয়েরা তাঁর থেকে মানুষ হিসাবে অনেক ভাল।

শাহরুখ বলেছিলেন, “আমি সত্যিই ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ওরা খুবই ভাল বাচ্চা। মানুষ হিসাবে ওরা সত্যিই খুবই ভাল হয়েছে।” তবে কন্যা সুহানা ও কনিষ্ঠ পুত্র আব্রামের সঙ্গে একটি মিল রয়েছে তাঁর। শাহরুখ নিজেই জানিয়েছিলেন, তাঁর মতোই সুহানা ও আব্রামের গালেও টোল পড়ে।

কাজের ক্ষেত্রে প্রথম থেকেই সন্তানদের অগাধ স্বাধীনতা দিয়েছেন শাহরুখ। প্রথমেই জানিয়ে দিয়েছিলেন, ভবিষ্যতে যে কোনও পেশাই তাঁরা বেছে নিতে পারেন। কখনওই সন্তানদের নির্দেশ দেননি, অভিনেতা বা ইঞ্জিনিয়র হয়ে উঠতে হবে। বাবা হিসাবে শাহরুখের একটাই চাওয়া, ছেলেমেয়েরা যেন সু্স্থ থাকে।

সুহানা পেশা হিসাবে বেছে নিয়েছেন অভিনয়কেই। আগামীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। অন্য দিকে, আরিয়ান ক্যামেরার পিছনে পরিচালনার কাজ শুরু করেছেন সম্প্রতি।

Advertisement
আরও পড়ুন