Shah Rukh Khan on Punjab flood

বন্যাবিধ্বস্ত পঞ্জাব, একে একে সাহায্যের হাত বাড়াচ্ছেন তারকারা, শাহরুখ দিলেন কোন বার্তা?

ত্রাণশিবিরে সাহায্য করে পঞ্জাবের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন একাধিক তারকা। এ বার পঞ্জাব নিয়ে কোন বার্তা দিলেন শাহরুখ খান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৬
Shah Rukh Khan Sends Prayers & Strength To Punjab Flood Victims

পঞ্জাবের বন্যাদুর্গতদের উদ্দেশে কী বললেন শাহরুখ? ছবি: সংগৃহীত।

পঞ্জাবে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইতিমধ্যেই এক হাজারেরও বেশি গ্রাম জলের তলায়। বন্যা ও বৃষ্টির কারণে মৃতের সংখ্যা বাড়ছে প্রতি দিন। রাজ্য সরকার, সেনা, বিএসএফ, বায়ুসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। জলমগ্ন গ্রামগুলিতে আটকে পড়া বাসিন্দাদের সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমেও উদ্ধারকাজ চলছে। ত্রাণশিবিরে সাহায্য করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারকারা। এ বার পঞ্জাবকে কোন বার্তা দিলেন শাহরুখ খান?

Advertisement

নিজের কেরিয়ারে একাধিক ছবি পঞ্জাবে শুট করছেন শাহরুখ। যাঁর মধ্যে অন্যতম ‘বীর জ়ারা’। শুধু তাই নয়, একাধিক ছবিতে পঞ্জাবি চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এমন ভয়াবহ পরিস্থিতিতে পঞ্জাব ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী অভিনেতা। সমাজমাধ্যমে শাহরুখ লেখেন, ‘‘আমি অন্তর থেকে পঞ্জাবের এমন অবস্থা দেখে আহত। আমি প্রার্থনা করছি, পঞ্জাব দ্রুত ছন্দে ফিরুক। যেমনই হোক না কেন, পঞ্জাবের প্রাণশক্তি ভাঙতে দেওয়া যাবে না। ঈশ্বর মঙ্গল করুন।’’

ইতিমধ্যে গায়ক দিলজিৎ দোসাঞ্জ পঞ্জাবের এমন অবস্থায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রাম দত্তক নিলেন। খাবার, জল, প্রাথমিক চিকিৎসার মতো জরুরি পরিষেবার দিকেই জোর দিয়েছে তাঁর দল। অন্য দিকে, এমি ভির্ক বন্যাবিধ্বস্ত ২০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা দিয়েছেন। পঞ্জাবের বাসিন্দাদের অবস্থা দেখে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনিও।

Advertisement
আরও পড়ুন