Shiboprosad Mukherjee

বক্স অফিসের চাণক্য নাকি! মে মাসেই লুকিয়ে শিবু-নন্দিতা জুটির সাফল্যের চাবিকাঠি

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে, গল্প ভাল হলেই রাজনৈতিক অস্থিরতা, উত্তাপ থাকলেও দর্শক যাবেন সিনেমা দেখতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬
Shiboprosad Mukhopadhyay shares the reason why windows release most of their movie on the month of may

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে বাংলা সিনেমার সফলতম পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। দীর্ঘ ২৫ বছরের চেনাজানা। টেলিভিশনে একটা লম্বা সময় কাজ করার পর, ২০১১ সালে ছবির দুনিয়ায় পা রাখেন তাঁরা। প্রথম ছবিই সাড়া ফেলে দেয় দর্শকমহলে। তার পর দ্বিতীয় ছবি ‘বেলাশেষে’। তার পর যেন আর ফিরে তাকাতে হয়নি তাঁদের। প্রতি বছর ধরাবাঁধা মে মাসেই মুক্তি পেয়েছে তাঁদের ছবি। তাতেই এসেছে সাফল্য। যদিও তার আগে পর্যন্ত ধারণা ছিল, ছবি মুক্তির আর্দশ সময় হয় পুজো কিংবা বড়দিন নতুবা পয়লা বৈশাখ। কিন্তু শিবু-নন্দিতা অবশ্য ফাঁকা সময় খুঁজেছিলেন এবং তাতে ফল পেয়েছেন হাতে-নাতে।

Advertisement

চলতি বছরে মে মাসে তাঁদের ‘আমার বস্’ ছবিটি আসতে চলেছে বড় পর্দায়। ২১ বছর পর আবার রূপোলি পর্দায় দেখা যাবে রাখি গুলজ়ারকে। তা-ও আবার বাংলা ছবিতে। যদিও বক্স অফিসে তাঁদের সাফল্যের হার যেমন, সেই হিসেবে এই ছবি নিয়ে আশাবাদী শিবপ্রসাদ। কিন্তু বক্স অফিসের চাণক্য মানতে নারাজ। কিন্তু কী কারণে বার বার গরমের ছুটিকেই বেছে নেন তাঁরা? এই প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘২০মে আমার জন্মদিন। সেই জন্য মাসটা আমার কাছে বিশেষ। এছাড়াও যখন আমরা সিনেমা শুরু করি হল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হত। তখন আমরা দেখলাম গরমের সময়টা ফাঁকা আছে তাই সেই সময়টা বেছে নিলাম। তার পর বাকিটা ইতিহাস। দর্শক ও ঈশ্বরের ভালবাসা।’’

যদিও মে মাস শুধুই যে গরমকাল এমন নয়, এই মাসে রাজনীতির উত্তাপও থাকে রাজ্যে। শিবপ্রসাদের কথায়, ‘‘আমাদের ‘প্রাক্তন’ ছবির মুক্তির দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ করছেন। ‘কণ্ঠ’ মুক্তি পেয়েছিল লোকসভা নির্বাচনের মাঝে।’’ যদিও শিবপ্রসাদ মানেন, গল্প ভাল হলেই রাজনৈতিক অস্থিরতা, উত্তাপ থাকলেও দর্শক যাবেন সিনেমা দেখতে। ইতিমধ্যেই ‘আমার বস্’ দেশের বিভিন্ন খ্যাতনামী চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে। তবে শিবপ্রসাদ জানান, শুধু রাখি নন, এই ছবিতে চমক আছে আরও।

Advertisement
আরও পড়ুন