Sushant Singh Rajput Birthday

‘কে বলে তুমি নেই? সারা ক্ষণ তোমার অস্তিত্ব টের পাই’! সুশান্তের জন্মদিনে দিদি শ্বেতার বিশেষ বার্তা

বেঁচে থাকলে তিনি আজ ৪০ হতেন। তাঁর অনুপস্থিতির ছ’বছর পার হতে চলল। সুশান্ত সিংহ রাজপুতের উদ্দেশে দিদির খোলা চিঠি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১১:৪১
দিদি শ্বেতার সঙ্গে সুশান্ত সিংহ রাজপুত।

দিদি শ্বেতার সঙ্গে সুশান্ত সিংহ রাজপুত। ছবি: সংগৃহীত।

ছ’বছর হতে চলল, সুশান্ত সিংহ রাজপুত নেই। বেঁচে থাকলে ২১ জানুয়ারি তিনি ৪০ হতেন। তিনি নেই, এটা যেন এখনও তাঁর পরিবার, অনুরাগীরা মন থেকে মেনে নিতে পারেন না। অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তিই যেমন লিখেছেন, “কে বলে তুমি নেই? সারা ক্ষণ তোমার অস্তিত্ব টের পাই”!

Advertisement

প্রতি বছর এই দিনে ভাইয়ের উদ্দেশে দিদি শ্বেতা কলম ধরেন। খ্যাতনামী ভাইকে মনের কথা জানান। তাঁর সেই বার্তা পড়ে চোখ ভেজে সুশান্ত-অনুরাগীদের। এ বছর শ্বেতা যেমন লিখেছেন, “তুমি হয়তো আমার চোখের সামনে নেই। কিন্তু, আমার হৃদ্‌স্পন্দন হয়ে রয়ে গিয়েছ। প্রতি মুহূর্তে হৃদয় স্পন্দিত হচ্ছে। সেই স্পন্দন বলে দেয়, তুমি আছ।”

সুশান্ত তাঁর দিদির শুধুই হৃদস্পন্দন নন। শ্বেতার ভাল-মন্দ, হাসি, নিঃশ্বাসে, প্রার্থনায় ‘বর্তমান’। এই অনুভূতি গত ছ’বছর ধরে বেড়েছে একটু একটু করে।

সুশান্তের প্রতি অনুরাগীদের ভালবাসা শ্বেতাকে বুঝিয়েছে, তাঁর ভাই সব কিছুর ঊর্ধ্বে। তাঁকে কোনও গণ্ডি বা সীমানায় বেঁধে রাখা আর সম্ভব নয়। সুশান্তের চিন্তাধারা, তাঁর স্বপ্ন, বিশ্বের প্রতি তাঁর ভালবাসা, আকর্ষণ শ্বেতার দৃষ্টি খুলে দিয়েছে। তিনি বুঝেছেন, মৃত্যুর পরেও বাকিদের মতো সুশান্ত শুধুই ‘স্মৃতি’ নন! অভিনেতার অমর অস্তিত্ব তাঁকে বিশ্বমাঝে ছড়িয়ে দিয়েছে। শ্বেতা তাঁর ‘সোনা ভাই’কে যে খোলা চিঠি লিখেছেন সমাজমাধ্যমে, সেখানে তাঁর অনুরাগীদেরও বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন