Updates Of Arijit Singh's First Hindi Film

অরিজিতের পরিচালনায় প্রথম বড়পর্দায় নওয়াজউদ্দিন-কন্যা শোরা! ‘ভয়’-এ কি তিনিই ভয় দেখাবেন?

প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবির পরিচালনায় ব্যস্ত অরিজিৎ। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। খবর, মেয়ের সঙ্গে নওয়াজও অভিনয় করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৬
অরিজিৎ সিংহের পরিচালনায় শোরা সিদ্দিকী বড়পর্দায়।

অরিজিৎ সিংহের পরিচালনায় শোরা সিদ্দিকী বড়পর্দায়। ছবি: ফেসবুক।

কাকপক্ষীকেও টের পেতে দিচ্ছেন না! শুটিংয়ের দিন সেটে এসে হাতে চিত্রনাট্য পাচ্ছেন সকলে। তার পরেও ফাঁস গায়ক-পরিচালক অরিজিৎ সিংহের আগামী ছবির খবর। এই ছবি দিয়ে বড়পর্দায় পা রাখছেন নওয়াজউদ্দিন সিদ্দীকীর কন্যা শোরা সিদ্দীকী!

Advertisement

ইতিমধ্যেই শোরা বেশ কিছু দিন শুটিং করে ফেলেছেন বলেই খবর। প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবির পরিচালনায় ব্যস্ত অরিজিৎ। এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। বোলপুরে দফায় দফায় শুটিং করেছেন তিনি। সূত্রের খবর, একপ্রস্থ শুট শেষ করে আপাতত তিনি বিদেশে (সম্ভবত দুবাই) গানের মঞ্চানুষ্ঠানে। সেই পর্ব মিটলে ফের শুরু হবে শুটিং। তাঁর প্রথম ছবি ‘সা’ এখনও মুক্তির প্রতীক্ষায়। তার আগেই তিনি হিন্দিতে পরিচালনা করছেন ‘ভয়’।

শোনা যাচ্ছে, ছবিতে মেয়ের পাশাপাশি অভিনয় করেছেন নওয়াজও। আপাতত শুটিং সেরে গিয়েছেন আর এক বাঙালি বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।

মোট তিনটি গল্প নিয়ে তৈরি হচ্ছে অরিজিতের ছবিটি। আপাতত একটি গল্পের অর্ধেক অংশ ক্যামেরাবন্দি করেছেন পরিচালক। বাকি আড়াইটি গল্পের শুটিং। অরিজিতের ছবি মানেই গান। গানের সুর করবেন কে? শুটিংয়ের খবর ছড়াতেই প্রশ্ন উঠেছে অন্দরে। গুঞ্জন, গায়ক হয়তো বেছে নিতে পারেন সুরকার-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তকে। কারণ, উভয়ের সম্পর্ক ভাল। আবার, তিনি নিজেও সুর দিতে পারেন, এমন ধারণা অনেকের। তবে পরিচালক অরিজিৎ নাকি তাঁর প্রথম হিন্দি ছবির পিছনে প্রচণ্ড পরিশ্রম করছেন। জুনের মাঝামাঝি ইলামবাজার, আউশগ্রাম-সহ বীরভূমের বিভিন্ন রাস্তায় ভোর থেকে দলবল নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। ধল্লার সায়ারা গ্রামে সাঁওতালি মাটির বাড়ির আদলে সেট তৈরি হয়েছে। তৈরি হয়েছে বহনযোগ্য টেরাকোটার মন্দির। অরিজিৎ নিজে দাঁড়িয়ে থেকে সে সব কিছুর তদারকি করেছেন। তখনই শোনা যায়, ‘ভয়’ ছোটদের গল্প বলবে।

Advertisement
আরও পড়ুন