Smriti Mandhana

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই পলাশের ‘পুরুষত্ব’ নিয়ে কোন ইঙ্গিত দিলেন বান্ধবী জেমাইমা?

জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পলাশ। স্মৃতি বিয়ে বাতিল করেছেন। এ বার পলাশকে ঘুরিয়ে কটাক্ষ করলেন স্মৃতির ঘনিষ্ঠ বান্ধবী জেমাইমা রডরিগেজ়!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৩
(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ় , (ডান দিকে) পলাশ  মুচ্ছল।

(বাঁ দিকে) স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ় , (ডান দিকে) পলাশ মুচ্ছল। ছবি: সংগৃহীত।

পলাশ মুচ্ছল ও স্মৃতির মন্ধানা বিয়ে ভেঙে গিয়েছে। রবিবার পোস্ট দিয়ে স্মৃতি স্পষ্ট জানান তাঁদের বিয়ে বাতিল হয়েছে। অন্য দিকে, নিজের সমাজমাধ্যমে বিবৃতি দিয়েছেন পলাশও। প্রথমেই স্পষ্ট করেছেন, সম্পর্কটা টিকছে না। তিনি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ বার পলাশকে ঘুরিয়ে কটাক্ষ করলেন স্মৃতির কাছের বান্ধবী জেমাইমা রডরিগেজ়!

Advertisement

স্মৃতির সঙ্গে পলাশের সম্পর্ক টালমাটাল হতেই ক্রিকেট তারকার প্রাক্তন প্রেমিককে নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন জেমাইমা। ঠিকই একই কাজ করেন স্মৃতির অন্য সতীর্থেরা। স্মৃতির সঙ্গে জেমাইমার বন্ধুত্বের কথা সকলের জানা। প্রিয় বান্ধবীর কঠিন সময়ে তাঁর পাশে থাকবেন বলে টুর্নামেন্টের প্রস্তাব ফিরিয়েছেন জেমাইমা। এ বার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি, যেখানে একদল অল্পবয়সি ছেলেমেয়ে, ব্রিটিশ গায়িকা ওলিভিয়া ডিনের চলতি বছরের হিট গান ‘ম্যান আই নিড’ গাইছেন গিটার বাজিয়ে। আর সেই রিল-এ জেমাইমা বড় করে লেখেন, ‘‘বি দ্য ম্যান, ম্যান, ম্যান, ম্যান...!’’ জেমাইমার এই পোস্ট দেখে অনেকেই মন্তব্য করতে শুরু করেন, ঘুরিয়ে হয়তো পলাশের উদ্দেশে এ হেন বার্তা দিয়েছেন।

স্মৃতিকে নাটকীয় কায়দায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। হাঁটু মুড়ে বসে প্রেমিকার অনামিকায় পরিয়েছিলেন হিরের আংটি। সেই ভিডিয়ো দু’জনেই ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। স্মৃতি সেই ভিডিয়ো ও বিয়ে সংক্রান্ত সমস্ত ছবি ও ভিডিয়ো আগেই মুছে দিয়েছিলেন। কিন্তু সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো রবিবার পর্যন্ত ছিল। এ বার, সেই ভিডিয়োও মুছে দিলেন পলাশ। তবে স্মৃতির সঙ্গে পুরনো কিছু নিজস্বী এখনও রেখে দিয়েছেন সুরকার।

Advertisement
আরও পড়ুন