Sonakshi Sinha

‘ভেবেছিলাম একটু সাহায্য করবে...’ বিয়ের পর মা পুনমকে নিয়ে কোন আক্ষেপ করলেন সোনাক্ষী

একসময় অভিনেত্রীর মা নিজেই জানান, জ়াহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জ়াহিরকে। এ বার মাকে নিয়ে কী বললেন শত্রুঘ্ন-কন্যা?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৫:২৮
মাকে নিয়ে ক্ষোভপ্রকাশ সোনাক্ষীর!

মাকে নিয়ে ক্ষোভপ্রকাশ সোনাক্ষীর! ছবি: সংগৃহীত।

গত বছরে গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে চার হাত এক হয়েছে তাঁদের। ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে বিতর্কও কম হয়নি। তবে নিন্দকদের মুখ বন্ধ করে সুখের মুহূর্তের ছবি প্রায়ই সমাজমাধ্যমে ভাগ করে নেন তারকাদম্পতি। এই বিয়ে নিয়ে চাপা অশান্তি রয়েছে সিন্‌হা পরিবারে। সোনাক্ষীর বিয়ে নিয়ে অখুশি দুই দাদা। এক সময় অভিনেত্রীর মা নিজেই জানান, জ়াহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালবাসেন জ়াহিরকে। পুনম বলেন, “আমার মা বলতেন, তাঁকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন একজনকে বিয়ে করল, যাকে ও বেশি ভালবাসে।” এ বার মাকে নিয়ে ক্ষোভপ্রকাশ নায়িকারও।

Advertisement

ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট, পরিবারের সকলের ভালবাসা, আহ্লাদে বড় হয়েছেন। যদিও জ়াহিরকে বিয়ে করার কথা পরিবারের লোককে বলতে বেশ কুণ্ঠা বোধ করছিলেন। বিশেষ করে বাবাকে বলতে ভয়ই পাচ্ছিলেন অভিনেত্রী। যদিও সোনাক্ষীর মা জানতেন তাঁর ও জ়াহিরের সম্পর্কের কথা। সোনাক্ষী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘মা সবটা জানত। ভেবেছিলাম মা কোনও সাহায্য করবে। উল্টে বলল, তোমার কথা তুমি বলো বাবাকে। যদিও বাবাকে যতটা ভয় পেয়েছিলাম তেমন কিছুই হয়নি। বরং বাবা খুব সহজ ভাবে নিয়েছিল সবটা। বলেছিল, যদি দু’জন দু’জনকে ভালবাসো, তা হলে তোমরা বিয়ে করবে। বাবা কোনও বাধাই দেয়নি।’’

Advertisement
আরও পড়ুন