(বাঁ দিকে) শাহরুখ খান এবং দেবকীনন্দন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যে দিন থেকে মুখ খুলেছেন শাহরুখ খান, সে দিন থেকে অনেকেরই সমালোচনার মুখে পড়ন তিনি। এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও তাঁকে ছাড়ছেন না। এ বার তাঁর উপর ক্ষিপ্ত হলেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন। শাহরুখের নাম না করে দেবকীনন্দনের কটাক্ষ, ‘‘পাকিস্তানের প্রতি বড্ড ভালবাসা অভিনেতার।’’
দেবকীনন্দনের ক্ষোভের কারণ, শাহরুখের আইপিএল টিমের জন্য এক জন বাংলাদেশি ক্রিকেটারকে কেনা। এ বছর আইপিএলের নিলামে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে ৯ কোটি টাকারও বেশি দিয়ে কিনেছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তাতেই রুষ্ট আধ্যাত্মিক গুরু। তিনি দাবি করেছেন, তিনি ইতিমধ্যেই শাহরুখের টিমের সঙ্গে যোগাযোগ করেছেন এবং মুস্তাফিজ়ুরকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। যদিও নিজের বক্তব্যে শাহরুখের নাম নেননি তিনি। তবে তাঁর ইঙ্গিতে স্পষ্ট, তিনি শাহরুখের কথাই বলছেন।
দেবকীনন্দন একটি সভায় বলেন, ‘‘আমার মনে হয় কোনও বাংলাদেশি খেলোয়াড়কে আমাদের দেশে আনা উচিত নয়। কিন্তু আপনাদের এক হিরো সেই কাজই করল। তিনি মুম্বইয়ে থাকেন। আইপিএলে নিজের দল আছে। তাঁর আসলে পাকিস্তানের প্রতি বড্ড ভালবাসা আছে।’’ তিনি প্রকাশ্য সভায় দাবি করেন, যতক্ষণ না কেকেআর থেকে মুস্তাফিজ়ুরকে বাদ দেওয়া হচ্ছে, তিনি ওই দলকে বয়কট করার ডাক দেবেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শাহরুখ কিংবা তাঁর টিম।