Govinda-Sunita Ahuja Relationship

‘গোবিন্দ আমায় ছাড়া বাঁচবে না, কোনও মূর্খ নারীর জন্য সংসারও ছাড়বে না’, সাফ জানালেন সুনীতা

নব্বইয়ের দশকে বলিউড মাতাল ছিল গোবিন্দর নাচে। তাঁর ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়া, সঙ্গে ধীরে ধীরে ঘাড় দোলানো নৃত্য ভঙ্গিমা এক অন্যতর মাত্রা যোগ করেছিল নায়কের অভিনয়ে। কারণ গোবিন্দ কমেডি ঘরানার নায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৫৯
Image of Govinda and Sunita Ahuja

মামার শ্যালিকা সুনীতা আহুজাকে ১৯৮৬ সালে বিয়ে করেন গোবিন্দ। ছবি: সংগৃহীত

৩৮ বছরের বৈবাহিক সম্পর্ক কি ভাঙতে চলেছেন বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা! চলতি বছরের শুরু থেকেই এই জল্পনা ধূমায়িত হয়েছে। বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন গোবিন্দ। এ বার সুনীতা সাফ জানালেন তাঁরা পরস্পরকে ছাড়া বাঁচতেই পারবেন না।

Advertisement

নব্বইয়ের দশকে বলিউড মাতাল ছিল গোবিন্দর নাচে। তাঁর ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়া, সঙ্গে ধীরে ধীরে ঘাড় দোলানো নৃত্য ভঙ্গিমা এক অন্যতর মাত্রা যোগ করেছিল নায়কের অভিনয়ে। কারণ গোবিন্দ কমেডি ঘরানার নায়ক। তাঁর ঈষৎ পৃথুল খর্বাকৃতি কখনও বাধা হয়ে দাঁড়ায়নি জনপ্রিয়তার পথে। বিপরীতে কখনও ঝড় তুলেছেন জুহি চাওলা, কখনও করিশ্মা কপূর বা মাধুরী দীক্ষিত। কিন্তু গত কয়েক বছরে গোবিন্দ সরে গিয়েছেন রুপোলি দুনিয়া থেকে। তবে নাচের জগতে আজও তিনি বিরাজমান। বিভিন্ন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। গত বছরের শেষ থেকেই সংবাদ শিরোনামে উঠে আসেন গোবিন্দ। প্রথমে তাঁর নিজের রিভলবার থেকেই নাকি গুলি ছিটকে লাগে হাঁটুতে। তার পর রাজনৈতিক প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। এর পরই প্রকাশ্যে আসেন সুনীতা।

একাধিক সাক্ষাৎকারে সুনীতা বুঝিয়ে দেন স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। স্ত্রী-সন্তানের সঙ্গে থাকেন না গোবিন্দ। এমনকি উঠে আসে এক তরুণী মরাঠি অভিনেত্রীর প্রসঙ্গ। তাঁরই সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা। কানাঘুষো পৌঁছয় আইনি বিচ্ছেদ পর্যন্ত। এই সময় সুনীতার আইনজীবী আসরে নেমে জানিয়ে দেন বিচ্ছেদের কোনও প্রশ্নই উঠছে না।

এ বার সুনীতাও শোনালেন সেই একই কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গোবিন্দ-পত্নী বিচ্ছেদ প্রসঙ্গে বলেছেন, “যে দিন বিচ্ছেদ নিশ্চিত হবে অথবা আমি বা গোবিন্দ নিজে মুখে বিচ্ছেদে কথা বলব, সে দিন দেখা যাবে। তবে আমার মনে হয় না গোবিন্দ আমাকে ছাড়া বাঁচতে পারবে, অথবা আমিও ওকে ছাড়া এবং গোবিন্দ কখনওই একজন মূর্খ মেয়ের জন্য সংসার ছেড়ে যাবে না।”

তবে এখানেই থামেননি সুনীতা। ছড়িয়ে পড়া গুজব প্রসঙ্গে তিনি বলেছেন, “গুজব গুজব গুজব— আরে আগে তো জিজ্ঞাসা করুন এটা সত্যি কি না! আমি কখনই এটাকে প্রশ্রয় দেব না। এমন কিছু হলে আমি নিজে সংবাদমাধ্যমের সামনে এসে তা জানাব। তবে আমার মনে হয় না ঈশ্বর আমার সংসার ভাঙবেন।”

১৯৮৬ সালে নিজের মামার শ্যালিকা সুনীতাকে বিয়ে করেন গোবিন্দ। তখনও তিনি বলিউডে নিজের অভিনয় যাত্রা শুরু করেননি। দীর্ঘ দিন তাঁর বৈবাহিক সম্পর্কের কথা গোপন করেই অভিনয় করতেন। পরে সবটা জানাজানি হয়। গোবিন্দ-সুনীতার দুই সন্তান— যশবর্ধন আহুজা এবং টিনা আহুজা।

Advertisement
আরও পড়ুন