Border 2 vs Dhurandhar

মুক্তির আগেই পিছনে ফেলে দিল রণবীরের ‘ধুরন্ধর’কে, কত টাকা উপার্জন করল সানির ‘বর্ডার ২’?

২০২৬-এর তৃতীয় সপ্তাহে এসেও ব্যবসা করছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই এই ছবি একাধিক নজির গড়েছে। এ বার সানির কাছে নাকি হারতে চলেছে আদিত্যের ছবি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৭:০২
Sunny Deol film border 2 sells one lakh tickets in 48 hours this film can beat dhurandhar

এ বার ‘বর্ডার ২’-এর কাছে না কি হারতে চলেছে ‘ধুরন্ধর’! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

১৯৯৭ সালের ১৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় জেপি দত্ত পরিচালিত ছবি ‘বর্ডার’। বক্সঅফিসে নজির গড়েছিল ছবিটি। সেই সময়ে প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল বলে শোনা যায়। চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবির সিকুয়েল। ২০২৬ সালে এসে নজির গড়ার মুখে দাঁড়িয়ে এই ছবি। ২০২৫-এর ডিসেম্বরে মুক্তি পায় আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। জানুয়ারির তৃতীয় সপ্তাহে এসেও ব্যবসা করছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবি একাধিক নজির গড়েছে। এ বার সানির কাছে নাকি হারতে চলেছে আদিত্যের ছবি।

Advertisement

সোমবার থেকে খুলে গিয়েছে ‘বর্ডার ২’ ছবির অগ্রিম বুকিং। মাত্র দু’দিনে অগ্রিম বুকিংয়ে ১ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার ফলস্বরূপ এই ছবি অগ্রিম টিকিট বুকিং থেকে আয় করেছে তিন কোটি সাত লক্ষ টাকা। যদিও এখনও বুকিংয়ের বাকি কয়েকটা দিন পড়ে রয়েছে। এ দিকে, ‘ধুরন্ধর’ প্রথম দিনে অগ্রিম টিকিট থেকে আয় করেছিল দুই কোটি আট লক্ষ টাকা। গোটা দেশে প্রথম দিনে আদিত্যের ছবি আয় করেছিল ২৮ কোটি। সিনেমা বিশ্লেষকদের অনুমান, সানির এই ছবির প্রায় ৭ লক্ষ টিকিট বিক্রি হবে, যেখান থেকে প্রায় ৪০ কোটি প্রথম দিনেই আয় হবে।

১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল ‘বর্ডার’। সূত্রের দাবি, এ বার ছবির প্রেক্ষাপট রাজস্থানের সীমান্তবর্তী শহর লঙ্গেওয়ালায় ভারত-পাকিস্তানের সম্মুখসমর। বাবা ধর্মেন্দ্রের প্রয়াণের পর সানির প্রথম কাজ। আর তাতেই নাকি নজির গড়তে পারেন অভিনেতা, মত বিশেষজ্ঞমহলের।

Advertisement
আরও পড়ুন