Tiger Shroff

অন্তর্বাস পরে রাস্তায় টাইগার শ্রফ, কেন এমন খোলামেলা হয়ে প্রকাশ্যে, ক্রিকেট খেলছেন জ্যাকি-পুত্র?

একেবার অন্তর্বাস পরে ব্যাট হাতে রাস্তায় নামলেন অভিনেতা টাইগার শ্রফ। তাতেই কটাক্ষের ঝড়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৮:১৮
Tiger Shroff Trolled for playing cricket in Underwear picture went viral

অন্তর্বাস পরে ব্যাট হাতে রাস্তায় নামলেন জ্যাকি-পুত্র টাইগার। ছবি: সংগৃহীত।

তাঁর ‘সিক্স প্যাক’ বহু তরুণীর হৃদয়ে ঝড় তোলে। টাইগার শ্রফের নাচের ভক্তও অসংখ্য। এত দিন মঞ্চ বা সিনেমার পর্দায় দেখা গিয়েছে টাইগারের পায়ের জাদু। এই মুহূর্তে তাঁকে কোনও ছবিতে দেখতে পাবেন না দর্শক। তবু তিনি রয়েছেন চর্চায়, নিজের পেশিবহুল সুঠাম শরীরের জন্য। এমনিতেই নানা সময় নিজের শরীরে পেশির প্রদর্শন করে থাকেন। তেমন স্বল্প কাপড় পরে নানা ভিডিয়ো দেন। এ বার একেবার অন্তর্বাস পরে ব্যাট হাতে রাস্তায় নামলেন অভিনেতা। তাতেই কটাক্ষের ঝড়।

Advertisement

গায়ে সুতো নেই, নিম্নাঙ্গে শুধু অন্তর্বাস। সে ভাবেই রাস্তায় ক্রিকেট খেলছেন টাইগার। বলিউডে শরীর সচেতন তারকাদের অন্যতম তিনি। সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘বাগী ৪’-এর শুটিং শুরু করেছেন। এর মাঝেই আচমকা ভাইরাল হল টাইগারের এই ভিডিয়ো। তাতেই অভিনেতাকে দেখে নিন্দার ঝড়। কেউ বলেছেন, একটা মেয়ে যদি এ ভাবে বেরোতেন, মানতে পারতেন? কারও মতে, ‘‘এর কি জামাকাপড় কিছু নেই?’’ কেউ লেখেন, ‘‘ভবিষ্যতে কারও স্বামী হবেন, এ ভাবে পরিবারকে বিব্রত করবেন না।’’ যদিও এত সমালোচনা সত্ত্বেও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি টাইগার।

Advertisement
আরও পড়ুন