Karan Johar Weight Loss

চোয়াল ঢুকে গিয়েছে, ইঞ্জেকশন নিয়ে কর্ণের এমন অবস্থা হয়েছে? সত্যিটা ফাঁস করলেন টুইঙ্কল

এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন একদা স্থূলকায় এই পরিচালক। কর্ণের সাম্প্রতিক ছবি দেখে কেউ কেউ শিউরে উঠছেন। কর্ণ কী ভাবে ওজন কমিয়েছেন, জানালেন টুইঙ্কল!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১১:৩৪
(বাঁ দিকে) কর্ণ জোহর (ডান দিকে) টুইঙ্কল খন্না।

(বাঁ দিকে) কর্ণ জোহর (ডান দিকে) টুইঙ্কল খন্না। ছবি: সংগৃহীত।

গত বছর থেকেই কর্ণ জোহরকে নিয়ে চর্চা, কারণ তাঁর চেহারা। হঠাৎই কর্ণের ওজন কমেছে বেশ কয়েক কেজি। তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যথার শেষ নেই! এরই মধ্যে জানা গিয়েছে, এক ধাক্কায় প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন একদা স্থূলকায় এই পরিচালক। কর্ণের সাম্প্রতিক ছবি দেখে কেউ কেউ শিউরে উঠছেন। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাঁর অনুরাগীরাও। প্রথমে অনেকেই অনুমান করেছিলেন, ওজন কমানোর ওষুধ খাচ্ছেন কর্ণ। যদিও পরিচালক তা অস্বীকার করেন। এ বার টুইঙ্কল খন্না কর্ণের ওজন কমানোর রহস্য ফাঁস করলেন।

Advertisement

কর্ণের ওজন কমে যাওয়া নিয়ে যখন নানা গুঞ্জন, তখন তিনি জানান, ‘ওম্যাড’ (ওয়ান মিল আ ডে) বা দিনে একবার খেয়ে তিনি ওজন কমিয়েছেন। তা-ও আবার নিরামিষ। দুগ্ধজাত খাবার ও চিনি নাকি পুরোপুরি ছেড়েছেন কর্ণ। পরিচালক জানিয়েছেন ওজন কমার ফলে জীবনে অনেক পরিবর্তন লক্ষ করছেন। শুধু তিনি নন, এই ওজন কমানোর প্রয়োজনীয়তা তাঁর দুই ছেলেমেয়ের জন্যও তিনি অনুভব করেন।

কর্ণ বলেন, ‘‘আমার দু’টি সন্তানের জন্য এখনও আমাকে অনেক দিন বাঁচতে হবে। শুধু তাই নয়, দর্শককে ভাল ভাল গল্প বলাও বাকি।’’ এই বলে সকলকেই চুপ করিয়ে দিয়েছিলেন পরিচালক। কিন্তু, কর্ণের এই কথা মানতে নারাজ টুইঙ্কল। সম্প্রতি, টুইঙ্কল ও কাজলের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন কর্ণ। সেখানেই টুইঙ্কল তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কর্ণকে বলেন, ‘‘আর কত ইঞ্জেকশন নেবে শরীরে, কত রোগা হয়ে গিয়েছ দেখো। তোমার মা কিছু বলে না?’’ প্রথমে খানিক অপ্রস্তুত হলেও পরে সামলে নিয়ে কর্ণ বলেন, ‘‘না, মা এ সব বলা ছেড়ে দিয়েছে। আর আমি কার্ব খাওয়া ছেড়ে দিয়েছি।’’ কর্ণ নিজেই স্বীকার করেন, লোকে ভাবে তার কোনও রোগ হয়েছে কিংবা রোগা হওয়ার ওষুধ খান। তিনি জানান এর কোনওটাই নয়। কেবল জীবনধারায় বদল এনেছেন।

Advertisement
আরও পড়ুন