Dharmendra death

হেমার আগে অন্য এক নায়িকার প্রেমে ডুবেছিলেন ধর্মেন্দ্র! পছন্দের নারীর একটি ছবিই ৪০ বার দেখেছিলেন

১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। কিন্তু হেমাকে বিয়ে করার আগে বলিউডের আর এক অভিনেত্রীকে নিয়ে মুগ্ধ ছিলেন ধর্মেন্দ্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৬:৩২
হেমা নন, ধর্মেন্দ্র কোন অভিনেত্রীর উপর মুগ্ধ ছিলেন।

হেমা নন, ধর্মেন্দ্র কোন অভিনেত্রীর উপর মুগ্ধ ছিলেন। ছবি: সংগৃহীত।

প্রয়াত ধর্মেন্দ্র। বলিউডে শোকের ছায়া। বর্ষীয়ান তারকার অভিনয়সফরের স্মৃতিচারণে ডুব দিয়েছে বি-টাউন। উঠে আসছে তাঁকে ঘিরে নানা জানা-অজানা কথা।

Advertisement

দু’বার বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। ১৯৫৪ সালে প্রকাশ কৌরকে বিয়ে করেছিলেন অভিনেতা। তখন তাঁর বয়স মাত্র ১৯। সেই সময়ে তিনি অভিনয়জগতে আসেননি। এর অনেক পরে, ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। শুধু বাস্তবে নয়। পর্দাতেও তাঁদের জুটি কুড়িয়েছিল দর্শক-প্রশংসা। কিন্তু হেমাকে বিয়ে করার অনেক আগে বলিউডের আর এক অভিনেত্রীকে নিয়ে মুগ্ধ ছিলেন ধর্মেন্দ্র। তিনি শুধু অভিনেত্রী নন। সেই সময়ের জনপ্রিয় গায়িকাও ছিলেন। এমনকি, সেই অভিনেত্রী নাকি অভিনয়ের ব্যাপারে ধর্মেন্দ্রকে অনুপ্রেরণাও জোগাতেন।

নিজেই এক পুরনো সাক্ষাৎকারে ধর্মেন্দ্র জানিয়েছিলেন, অভিনেত্রী তথা গায়িকা সুরাইয়াকে তাঁর পছন্দ ছিল। তাঁকে দেখেই নাকি অভিনয়ে উৎসাহ পেতেন তিনি। শুধু অভিনয় নয়। সুরাইয়ার রূপেরও পূজারী ছিলেন তিনি।

সুরাইয়ার ছবি ‘দিললগি’ প্রায় ৪০ বার দেখেছিলেন ধর্মেন্দ্র! ১৯৪০-এর মাঝামাঝি থেকে ১৯৫০ পর্যন্ত মোচ ৭০টি ছবিতে অভিনয় করেছিলেন সুরাইয়া। ৩৩৮টি গান গেয়েছিলেন। তাঁর গানেও ডুবে থাকতেন ধর্মেন্দ্র। এককথায়, সুরাইয়ার রূপ ও গুণের একনিষ্ঠ অনুরাগী ছিলেন বলিউডের ‘হি ম্যান’। শুধুই অনুরাগ নয়, ধর্মেন্দ্র একসময় সুরাইয়ার প্রেমেও পড়েছিলেন বলে শোনা যায়। কিন্তু সুরাইয়া পছন্দ করতেন অভিনেতা দেব আনন্দকে। কয়েকটি ছবিতে তাঁরা জুটিও বেঁধেছিলেন। ১৯৪৮ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত সুরাইয়া ও দেব আনন্দ সম্পর্কে ছিলেন। তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও শোনা যায়। কিন্তু রাজি ছিল না সুরাইয়ার পরিবার।

এর পরে আর বিয়ে করেননি সুরাইয়া। ১৯৬৩ সালে বিনোদনজগৎ থেকে অবসর নেন সুরাইয়া। ২০০৪ সালে ৭৫ বছর বয়সে মৃত্যু হয় অভিনেত্রী-গায়িকার। বহু শারীরিক জটিলতা দেখা গিয়েছিল তাঁর। শেষকৃত্যের দিনও পছন্দের নারীকে দেখতে গিয়েছিলেন ধর্মেন্দ্র। শোকে ভেসেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন