Anamika Saha on Bengali Serials

রত্নার পথেই অনামিকা! ধারাবাহিকে অভিনয়ে গররাজি প্রবীণ অভিনেত্রী, বললেন…

এখনও নিয়মিত তাঁকে ধারাবাহিকে দেখেন দর্শক। কিন্তু নিত্য দিন ধারাবাহিকে অভিনয় করতে আর ভাল লাগছে না অভিনেত্রী অনামিকা সাহার।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০২৫ ১৫:১২
Veteran actress Anamika Saha supports Ratna Ghoshal and agrees that there is no system in mega serials

রত্নার পথেই কি হাঁটবেন অনামিকাও? ছবি: সংগৃহীত।

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষাল। এ কথা আনন্দবাজার ডট কমকে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি এখন স্বামীর সঙ্গে গ্যাংটকেই বেশির ভাগ সময় কাটান। ধারাবাহিকের সেটের অব্যবস্থা তাঁর আর ভাল লাগে না। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন রত্না। সেই পথেই কি হাঁটবেন অভিনেত্রী অনামিকা সাহাও? তাঁরও এখন অনেকটাই বয়স হয়েছে। আগের চেয়ে ধারাবাহিকে অভিনয়ের পরিমাণও অনেকটা কমিয়েছেন তিনি। এই মুহূর্তে ‘তেঁতুলপাতা’ গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। ধীরে ধীরে অনামিকাও কি রত্নার পথেই হাঁটবেন?

Advertisement

অভিনেত্রীর মেয়ে অধ্যাপক। কলকাতায় থাকেন না। স্বামী-স্ত্রী বড় বাড়িতে একা। বড় বাড়িতে থাকতে ভাল লাগে না তাঁর। সেই জন্যই মূলত ধারাবাহিকে অভিনয় চালিয়ে যাচ্ছেন অনামিকা। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “বর্তমান প্রজন্মের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া খুব কঠিন ব্যাপার। আর পারছি না। রত্না একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমিও চাই না করতে। কিন্তু বাড়িতে একা থাকতেও ভাল লাগে না।” সেটে এসে সকলের সঙ্গে কথা বলতে, গল্প করতে ভালবাসেন অভিনেত্রী। সেই টানেই রোজ সেটে যান অনামিকা। অভিনেত্রী বললেন, “সত্যিই চূড়ান্ত অব্যবস্থা। অভিনয় নিয়ে পড়াশোনাও কমে গিয়েছে।” ছোট পর্দা নয়, বড় পর্দায় ফিরতে চান অনামিকা। অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনামিকাকে।

Advertisement
আরও পড়ুন