Ruprekha On Arijit

স্বাধীন ভাবে গেয়েও নিজেকে প্রমাণ করা যায়, আগামীর জন্য পথ খুলে দিচ্ছেন অরিজিৎ: রূপরেখা

“অরিজিৎ বুদ্ধিমান। যথেষ্ট ক্যালকুলেটিভ। ঝোঁকের বশে কোনও পদক্ষেপ করেনি কোনও দিন”, বললেন গায়কের বন্ধু রূপরেখা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৩৬
অরিজিৎ সিংহকে নিয়ে কী বললেন বন্ধু রূপরেখা বন্দ্যোপাধ্যায়?

অরিজিৎ সিংহকে নিয়ে কী বললেন বন্ধু রূপরেখা বন্দ্যোপাধ্যায়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মঙ্গলবার রাতে অরিজিৎ সিংহের ঘোষণা, ছবির গান আর গাইবেন না। সমাজমাধ্যম তোলপাড়। অনুরাগীদের মাথায় বাজ! হঠাৎ এ কী সিদ্ধান্ত নিলেন গায়ক? এই দলে অরিজিতের অনেক দিনের শিল্পীবন্ধু রূপরেখা বন্দ্যোপাধ্যায়ও। আনন্দবাজার ডট কম-এর কাছে তাঁর অকপট স্বীকারোক্তি, “নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।”

Advertisement

খ্যাতনামীদের সিদ্ধান্ত নিয়ে বরাবর নানা মুনির নানা মত। অরিজিৎ-ও ব্যতিক্রম নন। অনেকের দাবি, গায়ক নাকি ঝোঁকের বশে এ রকম পদক্ষেপ করেছেন। কিছু জনের মত, তিনি কণ্ঠকে বিশ্রাম দিতেই নাকি সাময়িক বিরতি নিলেন। কেবল ঝোঁকের বশে অরিজিতের মতো গায়ক দুম করে এমন সিদ্ধান্ত নিতে পারেন? প্রশ্ন ছিল রূপরেখার কাছে। ‘ফেম গুরুকুল’ রিয়্যালিটি শো-তে একসঙ্গে যোগদানের সুবাদে গায়ককে অনেক দিন ধরে খুব কাছ থেকে দেখেছেন তিনি। রূপরেখার সেই অভিজ্ঞতা বলছে, “অরিজিৎ বুদ্ধিমান। যথেষ্ট ক্যালকুলেটিভ। ঝোঁকের বশে কোনও পদক্ষেপ করেনি কোনও দিন। মনে হয় না সে রকম কিছু ঘটেছে।”

কথাপ্রসঙ্গে রূপরেখা জানিয়েছেন, তিনি এ-ও দেখেছেন, গানের থেকেও আবহসঙ্গীতের প্রতি বেশি ঝোঁক ছিল তাঁর বন্ধুর। “প্রতিযোগিতায় গাইব বলে আমরা গান তুলতাম। সেই সূত্রে গানে বাদ্যযন্ত্রের ব্যবহার শুনতাম। অরিজিৎ কিন্তু খুঁটিয়ে কেবল বাদ্যযন্ত্রের ব্যবহারই শুনত। আর বলত, ‘গাওয়ার থেকে গানে সুর করতে ভাললাগে বেশি। একদিন নিজের গানের সুর নিজেই দেব।’ অরিজিৎ হয়তো এই শখ পূরণ করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে।” এই সম্ভাবনা আঁকড়ে ধরেই মনখারাপকে পাত্তা দিতে চাইছেন না তিনি। সেই সঙ্গে তুলে ধরেছেন, অরিজিতের উদারমনস্কতার কথাও। “নতুনদের সুযোগ দেবে বলেও হয়তো ওর এই ভাবনা। সমাজমাধ্যমে অরিজিৎ তো সেই আভাস দিয়েইছে।”

যে আভাস অরিজিৎ দেননি, সেটা তাঁর সঙ্গে সলমন খানের বিবাদ। কয়েক বছর আগে, এক পুরস্কার মঞ্চে এই বিবাদের সূত্রপাত। যার জেরে সলমন অভিনীত সব ছবির গান থেকেই বাদ পড়েন গায়ক। দীর্ঘ ব্যবধান মুছে এ বছরের ২৬ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ‘ভাইজান’ অভিনীত ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির একটি গান, যা অরিজিতের গাওয়া। সেই গানের ঝলকমুক্তির পরেই গায়কের এই ঘোষণা! কোনও ভাবে রাজনীতির শিকার তিনি? রূপরেখা অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। তাঁর সাফ জবাব, “দেখুন, এগুলো খুবই জটিল বিষয়। এ ব্যাপারে তাই কিছুই বলব না।”

তবে অরিজিতের এই সিদ্ধান্তের একটি ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন রূপরেখা। তাঁর কথায়, “আগামী দিনে অরিজিৎ হয়তো স্বাধীন ভাবে গাইবে। যে রকম বিদেশে হয়। ওখানে তো অ্যালবামেরই রমরমা।” গায়কের এই পদক্ষেপ ‘সঞ্জীবনী মন্ত্র’ হয়ে উঠতে পারে আগামী প্রজন্মের গায়কদের কাছে, আশা গায়িকার। জানিয়েছেন, শিল্পীদের ভবিষ্যৎ শুধুই ছায়াছবিতে গান গাওয়া নয়, হয়তো এটাই প্রমাণ করতে চলেছেন অরিজিৎ। স্বাধীন ভাবে গান গেয়েও যে নিজেকে প্রমাণ করা যায়, সেই পথটাই হয়তো খুলে দিতে চলেছেন তাঁর বন্ধু।

Advertisement
আরও পড়ুন