Fire Shot At Disha Patani House

দিশার বাড়িতে গুলি-কাণ্ড, ফোন এল যোগী আদিত্যনাথের তরফে, কী কথা হল অভিনেত্রীর বাবার সঙ্গে?

দিশার দিদি খুশবু পটানী হিন্দু ধর্মের অসম্মান করেছেন। সেই অভিযোগেই অভিনেত্রীর বাড়িতে গুলি চালায় দুষ্কৃতীরা। এ বার সেই ঘটনা নিয়ে ফোন এল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তরফে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৯
(বাঁ দিকে) দিশা পটানী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

(বাঁ দিকে) দিশা পটানী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত।

১২ সেপ্টেম্বর মধ্যরাতে গুলি চলে অভিনেত্রী দিশা পটানীর বরেলীর বাড়িতে। পুলিশ সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। দুষ্কৃতীদের দাবি, দিশার দিদি খুশবু পটানী হিন্দু ধর্মের অসম্মান করেছেন। সেই কারণেই এমন পদক্ষেপ। অভিনেত্রীর বাড়িতে এহেন ঘটনার তিন দিন পরে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথ।

Advertisement

সেদিনের ঘটনার পর দিশার বাবা জগদীশ পটানী জানিয়েছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। আর একটু হলেই গুলি লাগত তাঁর গায়ে। জগদীশ সংবাদমাধ্যমকে বলেছেন, “৮ থেকে ১০ রাউন্ড গুলি ছুড়েছিল ওরা। গুলি আর একটু হলে আমার গায়ে এসে লাগত। আমার পোষ্য কুকুর জোরে ডাকতে শুরু করে। সঙ্গে সঙ্গে আমি সতর্ক হয়ে যাই। তা না হলে আমার গায়ে লাগত সেই গুলি। সামান্যের জন্য রক্ষা পেয়েছি।” একইসঙ্গে অভিনেত্রীর বাবা জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফোন করে খোঁজ নেন. তিনি অভিনেত্রীর পরিবারের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। দুষ্কৃতীরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বার করা হবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন অভিনেত্রীর পরিবারকে।

জগদীশ সোমবার বলেন, ‘‘বেশ গভীর রাতে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফে ফোন পাই। তিনি আমাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আমাদের পরিবারের পাশে আছেন, সেটাও নিশ্চিত করেন। আমাদের পরিবারের সুরক্ষা দায়িত্ব নিয়েছেন তিনি।’’

Advertisement
আরও পড়ুন