Throwback Story

এই কারণে আমার যৌনকর্মী হতেও আপত্তি নেই! কোন ছবির জন্য এমন বিস্ফোরক সিদ্ধান্ত জ়িনাতের?

শাম্মি কপূরের পরিচালনায় ‘মনোরঞ্জন’ ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন জ়িনাত। পেশাজীবনের শুরুতে কেন এই পদক্ষেপ করেছিলেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১১:২০
জ়িনাত আমনের সাহসী সিদ্ধান্ত।

জ়িনাত আমনের সাহসী সিদ্ধান্ত। ছবি: ফেসবুক।

যাঁরা ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিটি দেখেছেন তাঁরা জ়িনাত আমনের সাহসী অবতারের কথা জানেন। অভিনেত্রী অভিনয়ের খাতিরে, চরিত্রের জন্য কতটা সাহসী হতে পারেন— বড় পর্দায় প্রমাণিত। এ রকম আরও একটি সাহসী পদক্ষেপের কথা অভিনেত্রী সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছেন।

Advertisement

জ়িনাতের পেশাজীবনের শুরুর সময়। তখন শাম্মি কপূর একটি ছবি পরিচালনা করেছিলেন। নাম ‘মনোরঞ্জন’। সেটি তাঁর প্রথম পরিচালনা। ওই ছবিতে জ়িনাত এক যৌনকর্মীর ভূমিকায়। সাধারণত পেশাজীবনের শুরুতে এই ধরনের চরিত্রে অভিনয় করতে চট করে কেউ রাজি হন না। কারণ, অভিনয় সফল হলে গায়ে ‘তকমা’ এঁটে যায়। একই ধরনের চরিত্র তখন পরপর আসতে থাকে। জ়িনাত কিন্তু এ সবের পরোয়া করেননি। তাঁর কথায়, “অভিনয়ের সুযোগ পেলে পর্দায় যৌনকর্মী হতেও রাজি।”

‘মনোরঞ্জন’ ছবিতে একদল যৌনকর্মীর জীবন দেখিয়েছিলেন শাম্মি। অভিনেত্রীর দাবি, “সাধারণত, পর্দায় যৌনকর্মী মানেই যেন অত্যাচারিত, অবদমিত। এক উদারচেতা পুরুষ এসে তাকে উদ্ধার করবে— সেই আশায় পথ চেয়ে বসে থাকে সে। শাম্মির ছবিতে আমাদের কিন্তু সে ভাবে দেখানো হয়নি। আমরা নিজেদের জীবনে ভীষণই খুশি ছিলাম।” একদম ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তাই আগুপিছু চিন্তা করেননি তিনি। পেশাজীবনের শুরুতে শাম্মি তাঁকে এই সুযোগ দেওয়ায় আজীবন তিনি কৃতজ্ঞ পরিচালক-অভিনেতার প্রতি।

Advertisement
আরও পড়ুন