Bucket of Water in AC Room

এসি চালালে ঘরে এক বালতি জল এনে রাখেন তো? স্বাস্থ্যের জন্য কেন প্রয়োজন এ কৌশল?

ঘরে এক বালতি জল? শুনে আশ্চর্য লাগছে তো? কিন্তু একটি বালতি অথবা ব়ড় একটি পাত্রে রাখা জলই আপনার জন্য উপকারী হতে পারে। এসির ক্ষতিকর প্রভাব কমিয়ে দিতে পারে। জানুন তার কারণগুলি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৩:২৫
এসি ঘরে জল রাখার তাৎপর্য কী?

এসি ঘরে জল রাখার তাৎপর্য কী? ছবি: সংগৃহীত।

সারা দিন ঠান্ডা ঘরে বসে কাজ? অথবা রাতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র না চালালে ঘুমই হয় না? সকালে উঠে গলা শুকিয়ে যায়? ত্বকে টান ধরে? শরীরে, ত্বকে জলের অভাব দেখা দেয় এসির কারণে। যে ঘরে সারা দিন এসি চলে, সে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়। তাতে স্বাস্থ্যের ক্ষতি হতে থাকে নীরবে। সে ক্ষেত্রে ঘরে এক বালতি জল রাখলে উপকার মিলতে পারে।

Advertisement

ঘরে এক বালতি জল? শুনে আশ্চর্য লাগছে তো? কিন্তু একটি বালতি অথবা ব়ড় একটি পাত্রে রাখা জলই আপনার জন্য উপকারী হতে পারে। এসির ক্ষতিকর প্রভাব কমিয়ে দিতে পারে। জানুন তার কারণগুলি।

যে ঘরে সারা দিন এসি চলে, সে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়।

যে ঘরে সারা দিন এসি চলে, সে ঘরের বাতাস শুষ্ক হয়ে যায়। ছবি: সংগৃহীত।

শুষ্ক বাতাস ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে তুলতে পারে। উপরন্তু ঘরে সঠিক পরিমাণে আর্দ্রতা বজায় থাকে না বলে রাতে ভাল ঘুম না-ও হতে পারে। এসির শুষ্ক বাতাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। এর ফলে গলাব্যথা, সর্দিকাশির মতো সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে ঘরে এক বালতি জল রাখলে ঘর আর্দ্র থাকে। যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ঘর থেকে আর্দ্রতা টেনে নেয়, তাই সে ঘরে একটি পাত্রে জল রাখলে ভাল হয়। এয়ার কন্ডিশনারের শুষ্কতার প্রভাব মোকাবিলা করার এটি একটি সহজ উপায়। কারণ এসি ত্বক এবং শরীর থেকে জল টেনে নেওয়ার আগে ঘরে রাখা পাত্র থেকে জল টেনে নেবে। এর ফলে ত্বক থাকবে হাইড্রেটেড। শরীরেও জলশূন্যতার সমস্যা দেখা যাবে না। ঘরের আর্দ্রতা বজায় থাকবে।

তাই পরের বার থেকে এসি চালানোর আগে ঘরে এক বালতি জল রেখে দিন। ঘর ঠান্ডা রাখতেও সাহায্য করবে। উপরন্তু শরীর ও ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখবে।

Advertisement
আরও পড়ুন