Sandhi Puja timing in Durga Puja

দুই পঞ্জিকায় সন্ধিপুজোর সময় দু’রকম! এই বছরও কি সকালেই হবে সন্ধিক্ষণের পুজো? কী বলছে বিশুদ্ধ সিদ্ধান্ত আর গুপ্তপ্রেস?

শারদীয়া দেবী দুর্গার পুজোয় অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরুর মুহূর্তের পুজো হল সন্ধিপুজো। সন্ধিপুজোর মুহূর্ত সংগঠিত হয় অষ্টমী তিথির শেষ দণ্ড এবং নবমী তিথির প্রথম দণ্ডে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৪
sandhi puja

—প্রতীকী ছবি।

সন্ধিপুজোর অর্থ হল সন্ধিক্ষণের পুজো। বাংলা ব্যাকরণে দুটি বর্ণের মিলনকে যেমন সন্ধি বলে, তেমনই সন্ধিপুজোর ক্ষেত্রে দু’টি তিথির মিলনকালের পুজোকে সন্ধিপুজো বলে। শারদীয়া দেবী দুর্গার পুজোয় অষ্টমী তিথির শেষ এবং নবমী তিথির শুরুর মুহূর্তের পুজো হল সন্ধিপুজো। সন্ধিপুজোর মুহূর্ত সংগঠিত হয় অষ্টমী তিথির শেষ দণ্ড এবং নবমী তিথির প্রথম দণ্ডে। অর্থাৎ, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট সময়কালই হল সন্ধিপুজো করার সময়।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

অষ্টমী তিথি আরম্ভ—

২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন, সোমবার।

সময়: দুপুর ৪টে ৩৩ মিনিট।

অষ্টমী তিথি শেষ—

৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।

সময়: সন্ধ্যা ৬টা ৭ মিনিট।

সন্ধিপুজোর মুহূর্ত

সন্ধিপুজো শুরু: বিকেল ৫টা ৪৩ মিনিট গতে। বলিদান সন্ধ্যা ৬টা ৭ মিনিট গতে। সন্ধিপুজো সমাপন সন্ধ্যা ৬টা ৩১ মিনিটের মধ্যে।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অষ্টমী তিথি আরম্ভ—

২৯ সেপ্টেম্বর, ১২ আশ্বিন, সোমবার।

সময়: দুপুর ১২টা ২৬ মিনিট ৩০ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ—

৩০ সেপ্টেম্বর, ১৩ আশ্বিন, মঙ্গলবার।

সময়: দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ড।

সন্ধিপুজোর মুহূর্ত—

সন্ধিপুজো আরম্ভ: দুপুর ১টা ২০ মিনিট ১৫ সেকেন্ড গতে। বলিদান, দুপুর ১টা ৪৪ মিনিট ১৫ সেকেন্ড। সন্ধিপুজা সমাপন ২টো ৮ মিনিট ১৫ সেকেন্ড।

Advertisement
আরও পড়ুন