Partial Solar Eclipse 2025

মহালয়ার দিনই ঘটবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ! গ্রহণের সময়কাল কখন? ভারতের আকাশে দৃশ্যমান হবে কি?

চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে, সম্পূর্ণ নয়, তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ০৭:২৫
solar eclipse

—প্রতীকী ছবি।

পৃথিবী এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত ঘুরে চলেছে। পরিভ্রমণ কালে সূর্য, চন্দ্র এবং পৃথিবী এক সরলরেখায় অবস্থান করলে, অর্থাৎ চন্দ্র, পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থানকালে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে সূর্যগ্রহণ ঘটে। সাধারণত চন্দ্র, পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। পূর্ণগ্রাস, আংশিক গ্রাস এবং বলয়াকার গ্রাস— এই তিন ধরনের সূর্যগ্রহণ হয়।

Advertisement

চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়াল থাকে, সম্পূর্ণ নয়, তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ।

আগামী ২১ সেপ্টেম্বর, রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। যদিও এই গ্রহণ ভারতে অদৃশ্য।

ভারতীয় সময়—

গ্রহণ আরম্ভ- রাত ১১টা।

গ্রহণ মধ্য- রাত ১টা ১২ মিনিট।

আমান্ত- রাত ১টা ২৪ মিনিট।

গ্রহণ মোক্ষ- রাত ৩টে ২৪ মিনিট।

গ্রহণ কাল- ৪টে ২৪ মিনিট।

গ্রহণ দেখা যাবে নিউজ়িল্যান্ড, পূর্ব মেলানেসিয়া, দক্ষিণ পলেনিসিয়া এবং দক্ষিণ মেরুর পশ্চিম অংশ থেকে দেখা যাবে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না।

Advertisement
আরও পড়ুন