Solar and Lunar Eclipses 2026

নতুন বছরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিনগুলি কবে? প্রথম গ্রহণ কবে হতে চলেছে? ভারত থেকে দেখা যাবে কি?

বছর শুরু হতেই বহু মানুষের মনে গ্রহণ কবে পড়ছে সে বিষয়ে প্রশ্ন জাগে। ২০২৬ সালে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনগুলি কবে জেনে নিন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৮:০০
eclipse

—প্রতীকী ছবি।

মহাজাগতিক নিয়ম মেনে প্রতি বছরই গ্রহণ হয়। পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস, বলয়গ্রাস— প্রভৃতি ধরনের গ্রহণ দেখা যায়। সূর্যগ্রহণ হয় অমাবস্যায় এবং চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব সময় গ্রহণ দেখা যায় না। ২০২৬ সালে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনগুলি কবে জেনে নিন।

Advertisement

সূর্যগ্রহণ:

  • এই বছর প্রথম সূর্যগ্রহণ হবে ১৭ ফেব্রুয়ারি। সূর্যের বলয়গ্রাস গ্রহণে বেশির ভাগ অংশ ২ মিনিট ২০ সেকেন্ডের জন্য ঢাকা পড়বে। অর্থাৎ, সেই সময়ে সূর্যকে পৃথিবী থেকে প্রায় দেখা যাবে না বললেই চলে। এর সূতককাল প্রযোজ্য নয় কারণ, এই গ্রহণ ভারতে দৃশ্য নয়।
  • দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১২ অগস্ট। এটাও বলয়গ্রাস গ্রহণ হবে। এই গ্রহণও ভারতের আকাশে দেখা যাবে না।

চন্দ্রগ্রহণ:

  • এই বছর প্রথম চন্দ্রগ্রহণ হবে ৩ মার্চ। এই গ্রহণ প্রায় ৫৮ মিনিট স্থায়ী হবে। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই সময় চাঁদকে লাল রঙের দেখাবে। ভারতের আকাশে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে।
  • এই বছর শেষ চন্দ্রগ্রহণ হবে ২৮ অগস্ট। এই গ্রহণ ভারতে দৃশ্য হবে না।
Advertisement
আরও পড়ুন