Astrological Tips For Winning Lottery

লটারি কাটার আগে মেনে দেখুন সহজ সাত উপায়, হাতে আসবে ‘সোনার চাঁদ’! হঠাৎ অর্থপ্রাপ্তির স্বপ্ন হবে পূরণ

জ্যোতিষীরা জানাচ্ছেন লটারি কাটতে যাওয়ার আগে, অথবা যে কোনও ক্ষেত্র থেকে হঠাৎ অর্থলাভ করতে চাইলে কয়েকটি সহজ টোটকা মানতে হবে। তা হলেই আর টাকা চেয়ে হতাশ হতে হবে না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ০৭:৪৬
woman won lottery

—প্রতীকী ছবি।

সকলেই হঠাৎ অর্থ লাভ করতে চান। টাকা এমন একটা জিনিস, যাঁর যত বেশি আছে, সে আরও বেশি অর্থপ্রাপ্তির আশা করেন। এই আশা নিয়ে অনেকে লটারি কাটেন বা ফাটকাও খেলেন। কিন্তু তাতে বেশির ভাগ মানুষকেই লাভের বদলে ক্ষতির সম্মুখীন হতে হয়। এর ফলে আর্থিক ক্ষতি হয়। অনেক সময় দেনার দায়েও পড়তে হয়। কিন্তু জ্যোতিষীরা জানাচ্ছেন লটারি কাটতে যাওয়ার আগে, অথবা যে কোনও ক্ষেত্র থেকে হঠাৎ অর্থলাভ করতে চাইলে কয়েকটি সহজ টোটকা মানতে হবে। তা হলেই আর টাকা চেয়ে হতাশ হতে হবে না।

Advertisement

টোটকা:

১. দোকান থেকে সোনা বা রুপোর মুদ্রা কিনে এনে সেটিকে ছোট্ট লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। টাকা কখনও হাতছাড়া হবে না।

২. লটারি যে দিন কাটতে যাবেন, সে দিন সকালে উঠে স্নান করে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং লক্ষ্মীমন্ত্র জপ করুন।

৩. বাড়িতে শ্রীযন্ত্র কিনে এনে রাখতে পারেন। এতে বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। সেটিকে প্রতি দিন স্নানের পর ধূপকাঠি দেখিয়ে পুজো করতে হবে।

৪. গরুকে গুড় বা গুড় মাখানো রুটি খাওয়ান। এতে কোষ্ঠীতে বৃহস্পতি বলবান হবে। ফলত হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

৫. মানিব্যাগে সর্বদা তিনটি তামার কয়েন রেখে দিন। এতে আর্থিক ক্ষতি হবে না।

৬. নিয়মিত সূর্যপ্রণাম করুন। এর ফলে অর্থভাগ্য উন্নত হবে।

৭. পিঁপড়েদের চিনি খেতে দিন। এতেও হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায়।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Advertisement
আরও পড়ুন