Tips To Please Maa Shashthi

সন্তান থাকবে ‘দুধে-ভাতে’, সংসারের হবে শ্রীবৃদ্ধি, সঠিক নিয়ম মেনে লোটনষষ্ঠীর ব্রত পালনে ঘটবে চমৎকার

শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠনষষ্ঠী নামে পূজিত হন। আগামী ৩০ জুলাই, বুধবার লুণ্ঠনষষ্ঠী। এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১১:৫২
maa sasthi

ছবি: মেটা এআই।

প্রত্যেক মা-ই তাঁর সন্তানের ভাল চান। সেই ভাল চাওয়া থেকে মায়েরা নানা ব্রত পালন করে থাকেন। লোটনষষ্ঠী বা লুণ্ঠনষষ্ঠী সেগুলির মধ্যেই একটি। এই ব্রত পালনের মাধ্যমে মায়েরা নিজেদের সন্তানের দীর্ঘ জীবনের প্রার্থনা করেন। শ্রাবণ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠনষষ্ঠী নামে পূজিত হন। আগামী ৩০ জুলাই, বুধবার লুণ্ঠনষষ্ঠী। এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারলে সন্তানের মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয়। জেনে নিন সেই নিয়মগুলি কী কী।

Advertisement

লোটনষষ্ঠী পালনের নিয়মকানুন:

১. এই দিন আমিষ কিছু মুখে তোলা যাবে না। সারা দিন উপবাস রেখে ব্রত পালন করতে হবে। ব্রত পালন শেষে লুচি, সুজি, ফলমূল এই সকল নানা খাবার খাওয়া যেতে পারে।

২. যে স্থানে পুজো করা হবে, সেটিকে আগে থেকে ভাল করে পরিষ্কার করে রাখতে হবে। পুজোর আগে অবশ্যই সেখানে আলপনা দিতে হবে। এতে মা ষষ্ঠী তুষ্ট হন।

৩. এই দিন অবশ্যই মা লুণ্ঠনষষ্ঠীর ব্রতকথা শুনতে হবে। না হলে ব্রত পালন সম্পন্ন হবে না।

৪. ব্রত পালনের উপকরণ হিসাবে লাগে ঘি, ঝিঙে, কড়াই, আখের গুড়, ফল, ডাব, মিষ্টি। পুরোহিতকে দিয়ে ব্রতের পুজো করাতে হয়।

৫. এই দিন সন্ধ্যাবেলা পুজোর স্থানে একটি বড় আকারের মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে দেবেন। এর ফলে সন্তানের শরীরস্বাস্থ্যের উন্নতি ঘটবে। খেয়াল রাখতে হবে প্রদীপটি যেন চট করে নিভে না যায়।

৬. ব্রত পালন শেষে মা ষষ্ঠীকে নিবেদন করা ভোগ সকলের মধ্যে ভাগ করে দিতে হবে।

৭. হলুদ রঙের পোশাক পরে এই লোটনষষ্ঠীর ব্রত পালন করলে বিশেষ ভাল ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়।

ব্রত পালনের ফলাফল:

১. যাঁরা বহু দিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছেন, তাঁরা এই ব্রত পালন করে দেখতে পারেন। উপকার পেলেও পাওয়া যেতে পারে।

২. এই ব্রত পালন করলে সন্তানের সব দিক থেকে উন্নতি হয় বলে বিশ্বাস রয়েছে। সন্তানকে অকালমৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়।

৩. স‌ংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।

Advertisement
আরও পড়ুন