Zodiac signs bad with loans

ধার করলেই সমস্যায় পড়েন তিন রাশি, ডুবে যান ‘ঋণের সাগরে’! নির্দিষ্ট একটি ঘরে বসে কলকাঠি নেড়ে অশান্তি পাকায় দুই গ্রহ

টাকা ধার নিয়ে যত ক্ষণ না পর্যন্ত সেটা শোধ করা যায়, তা নিয়ে মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে। শাস্ত্র বলছে, রাশিচক্রের তিন রাশিকে ঋণ নিয়ে অন্যদের তুলনায় বেশি সমস্যার সম্মুখীন হতে হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৭:৩৪
astrology

—প্রতীকী ছবি।

বহু মানুষকেই জীবনে কোনও না কোনও সময় টাকা ধার নিতে হয়। কোনও কাজের জন্য বন্ধুদের থেকে টাকা ধার নেওয়াই হোক, বা গাড়ি-বাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়াই হোক। প্রায় সকল মানুষেরই কোনও না কোনও সময় ঋণের বোঝা বহন করার দরকার পড়ে। টাকা ধার নিয়ে যত ক্ষণ না পর্যন্ত সেটা শোধ করা যায়, তা নিয়ে মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে। ঋণ নিয়ে অনেকে নানা সমস্যার সম্মুখীনও হন।

Advertisement

শাস্ত্র বলছে, রাশিচক্রের তিন রাশিকে ঋণ নিয়ে অন্যদের তুলনায় বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। ঋণের কারক গ্রহ হল রাহু, অন্য দিকে অর্থের কারক গ্রহ চন্দ্র। আপনি টাকা ধার নিয়ে সঠিক সময়ে সেটা ফেরত দিতে পারবেন কি না তা নির্ভর করে জন্মছকের দ্বাদশ ঘরের উপর। জন্মপত্রিকার দ্বাদশ ঘরে রাহু ও চন্দ্র খারাপ অবস্থায় থাকলে ঋণ পরিশোধে অসুবিধা হতে পারে বলে মনে করা হয়।

কোন তিন রাশি ঋণ নিয়ে সমস্যায় পড়েন?

সিংহ: ঋণ নিয়ে সমস্যায় পড়তে হয় সিংহ রাশির জাতক-জাতিকাদের। সিংহ রাশির দ্বাদশ ঘরে থাকে কর্কট আর কর্কটের অধিপতি হল চন্দ্র। সেই কারণে সিংহের দ্বাদশ ঘর, অর্থাৎ চন্দ্র যদি পীড়িত থাকে, তা হলে ঋণের বোঝা বহু দিন পর্যন্ত টানতে হয়। একই সঙ্গে আর্থিক ক্ষেত্র টালমাটাল হয়ে যায়। সঞ্চিত টাকাও খরচা হয়ে যায়। তাই এই রাশির ব্যক্তিদের টাকা ধার নেওয়ার ব্যাপারে ভেবেচিন্তে এগোনো শ্রেয়।

ধনু: ধনু রাশির ব্যক্তিরাও ঋণ নিয়ে সমস্যায় পড়েন। সঠিক সময় টাকা ফেরত দিতে পারেন না। ফলত নানা ঝামেলার মধ্যে দিয়ে এঁদের দিন কাটে। এর নেপথ্যে রয়েছে চন্দ্রের দুর্বল অবস্থান। এঁদের দ্বাদশে থাকে বৃশ্চিক। বৃশ্চিকে চন্দ্র অস্তমিত অবস্থায় থাকে। সেই কারণে ধনু রাশির ব্যক্তিদের টাকা ধার নিয়ে সমস্যায় পড়তে হয়।

মকর: রাশিচক্রের দশম রাশি মকরের দ্বাদশে অবস্থান করে ধনু। ধনুতে রাহু অস্তমিত দশায় অবস্থান করে। সেই কারণে এই রাশি ব্যক্তিদেরও টাকা ধার নিয়ে সমস্যায় পড়তে হয়। ধার নেওয়া টাকা মেটাতে গিয়ে সঞ্চিত ধন খোয়াতে হয়। কপালে জোটে অপমান।

Advertisement
আরও পড়ুন