Divine Power Favourite Birth Number

দৈবশক্তির কৃপায় থাকেন, আগত বিপদের আঁচ আগেই পেয়ে যান! চার জন্মসংখ্যার ব্যক্তিরা অদৃশ্য শক্তির প্রিয়

সংখ্যাতত্ত্বের যে কোনও বিচারের ক্ষেত্রে সঠিক জন্মতারিখের জ্ঞান থাকা আবশ্যিক। আমাদের জন্মতারিখের বিচার করে নানা গোপন তথ্য বলে দেওয়া সম্ভব। সেই অনুযায়ী বিচার করে দেখা যায় বিশেষ কয়েকটি জন্মসংখ্যার ব্যক্তিদের সর্বদা রক্ষা করে চলেন দৈবশক্তি।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৬
numerology

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের একটি অতি পরিচিত বিষয় হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে অতি সহজে কোনও ব্যক্তির ভাগ্যের বা ভবিষ্যতের বিচার করা সম্ভব। সংখ্যাতত্ত্বের যে কোনও বিচারের ক্ষেত্রে সঠিক জন্মতারিখের জ্ঞান থাকা আবশ্যিক। আমাদের জন্মতারিখের বিচার করে নানা গোপন তথ্য বলে দেওয়া সম্ভব। সেই অনুযায়ী বিচার করে দেখা যায় বিশেষ কয়েকটি জন্মসংখ্যার ব্যক্তিদের সর্বদা রক্ষা করে চলেন দৈবশক্তি। তাঁদের জীবনে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করেন। কোনও আসন্ন বিপদের আভাসও দিয়ে দেন। তালিকায় কোন কোন জন্মসংখ্যা রয়েছে দেখে নিন।

Advertisement

কোন জন্মসংখ্যার ব্যক্তিদের রক্ষা করেন দৈবশক্তি?

১: সূর্যের সংখ্যা ১। যে সকল জাতক-জাতিকাদের জন্মসংখ্যা ১, তাঁদের উপর সূর্যের প্রভাব থাকে। তবে রবি ছাড়াও জীবনের প্রতি পদে এঁদের রক্ষা করেন দৈবশক্তি। দৈবশক্তির কৃপায় এঁদের সচরাচর অসম্মান ও লাঞ্ছনার সম্মুখীন হতে হয় না। বরং এঁরা যখন কথা বলেন বা কোনও কাজ করেন, সকলে মুগ্ধ হয়ে এঁদের অনুসরণ করে চলেন। ১ জন্মসংখ্যার ব্যক্তিরা তাই যে কোনও কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারেন। অপরকে অনুপ্রেরণা দেওয়ার ব্যাপারেও এঁদের জুড়ি মেলা ভার।

২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর চাঁদের প্রভাব থাকে। সেই কারণে এঁরা মাঝেমধ্যে আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কিন্তু সে ক্ষেত্রে এঁদের রক্ষা করেন দৈবশক্তি। আবেগের উপর নিয়ন্ত্রণ হারালেও কখনও অবমাননার শিকার হন না এঁরা। কারণ দৈবশক্তি এঁদের রক্ষা করে চলেন। অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়লেও, দৈবশক্তির প্রভাবে অনুভূতির উপর রাশ টানার কায়দাও জানা রয়েছে এঁদের।

৭: কেতুর সংখ্যা ৭। ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর প্রভাব থাকে কেতুর। কেতুর প্রভাব যে এঁদের সঙ্গে কেবল খারাপ হয় এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং বাস্তবে উল্টোটাই ঘটে। এরই সঙ্গে অদৃশ্য দৈবশক্তি সর্বদা এঁদের রক্ষা করে চলেন। সেই কারণে এঁরা যে কোনও কঠিন পরিস্থিতি থেকে নিজের ক্ষমতায় নিজেকে রক্ষা করতে পারেন। যে কোনও কাজ এঁরা অত্যন্ত নিপুণতার সঙ্গে সম্পন্ন করার ক্ষমতা রেখে চলেন।

৯: ৯ জন্মসংখ্যা ব্যক্তিদের উপর মঙ্গলের প্রভাব থাকে। এরই সঙ্গে দৈবশক্তিও এঁদের জীবনে প্রতিটি পদে রক্ষা করে চলেন। এঁরা অত্যন্ত সাহসী প্রকৃতির হন। ঝুঁকিপূর্ণ কাজ করা ক্ষেত্রে এঁরা কখনও পিছপা হন না। ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে যদি কোনও সমস্যার সম্মুখীন হতেও হয়, দৈবশক্তির কল্যাণে এঁরা নিজেদের সেই সমস্যা থেকে সহজেই উদ্ধার করে আনেন। বিশেষ ঝামেলার সম্মুখীন এঁদের কখনও সে ভাবে হতে হয় না।

Advertisement
আরও পড়ুন