Zodiac Signs Bad At Savings

‘লক্ষ্মী’র সঙ্গে সদ্ভাব নেই, চেষ্টা করেও অর্থ সঞ্চয়ে ব্যর্থ হন চার রাশি! হাতের টাকা কর্পূরের মতো উড়ে যায় যাঁদের

বহু চেষ্টার পরও চার রাশি কিছুতেই টাকা জমাতে পারেন না। তাঁরা যে স্বভাবের দোষে সমস্ত টাকা উড়িয়ে দেন সেটা নয়। এঁরা চেয়েও টাকা জমাতে ব্যর্থ হন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সকল মানুষই চান ভবিষ্যতের জন্য টাকা জমাতে। জীবন ঘটমান। কখন কী হয়ে যায় কেউ বলতে পারেন না। আজ যাঁর সময় ভাল চলছে, কাল গিয়ে যে তাঁর জীবনে ভেঙে পড়ার মতো কোনও ঘটনা ঘটবে সেটিও হলফ করে কারও পক্ষে বলা সম্ভব নয়। সেই কারণে টাকা সঞ্চয় করে রাখা খুবই জরুরি। জরুরি সময়ে সেই টাকাই আমাদের কাজে আসে। কিন্তু বহু চেষ্টার পরও চার রাশি কিছুতেই টাকা জমাতে পারেন না। তাঁরা যে স্বভাবের দোষে সমস্ত টাকা উড়িয়ে দেন সেটা নয়। এঁরা চেয়েও টাকা জমাতে ব্যর্থ হন। কোনও না কোনও ঘটনার জেরে এঁদের হাতে থাকা টাকা সর্বদাই খরচা হয়ে যায় বলে মনে করছেন জ্যোতিষীরা।

Advertisement

কোন রাশির ব্যক্তিরা টাকা জমাতে পারেন না?

মিথুন: রাশিচক্রের তিন নম্বর রাশি মিথুন চেষ্টা করেও অর্থ সঞ্চয় করতে ব্যর্থ হন। এঁদের খরচার হাত যেমন বেশি, তেমনই এই রাশির সঙ্গে এমন এমন ঘটনা ঘটে যার ফলে সঞ্চিত টাকাও বেরিয়ে যায়। মিথুনেরা হাতে টাকা রাখার চেষ্টা করেও বারংবার ব্যর্থ হন। এঁদের কপালে টাকা সঞ্চয় করার সুখ নেই বললেই চলে।

তুলা: তুলা রাশির ব্যক্তিরাও তাঁদের জীবনকালে টাকা জমাতে ব্যর্থ হন। এঁদের সর্বদা অপরিকল্পিত কারণে জমানো অর্থ খোয়াতে হয়। কিছু দিন টাকা জমানোর পরই এমন কোনও ঘটনা ঘটে যার জন্য এঁদের সমস্ত টাকা বেরিয়ে যায়। সে কারণে শেষে গিয়ে এঁরা এতটাই বিরক্ত হয়ে পড়েন যে আর টাকা জমানোর চেষ্টাও করেন না।

বৃশ্চিক: পরিকল্পিত জীবন কাটাতে পছন্দ করেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। সেই কারণে ছোট থেকেই এঁরা টাকা জমানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনার জেরে এক লহমায় এঁদের জমানো পুঁজি শেষ হয়ে যায়। কোনও ভাবেই এঁরা সঞ্চিত অর্থকে নিজেদের কাছে আটকে রাখতে পারেন না। তবে এঁরা হাল ছাড়েন না। পুনরায় টাকা জমানোর চেষ্টা করে চলেন।

মীন: আপনভোলা মীন রাশির জাতক-জাতিকারা স্বপ্নের দুনিয়ায় থাকতে পছন্দ করলেও, ভবিষ্যৎ জীবনের চিন্তা এঁদের কুরে খায়। বাকি পাঁচজনের মতো এই রাশির ব্যক্তিরাও জীবনে নিশ্চয়তা চান। সে কারণে টাকা জমানোর চেষ্টা করেন। কিন্তু সেই টাকা আবার যখন-তখন খরচও করে ফেলেন। সেই কারণে সঞ্চয়ের ব্যাপারে এঁরা পিছিয়ে পড়েন।

Advertisement
আরও পড়ুন