Dream Astrology

গত রাতে ভগবানের স্বপ্ন দেখেছেন? তিনি কি আপনার উপর রেগে ছিলেন? এর অর্থ কী হতে পারে জানালেন জ্যোতিষী

অনেক সময় আমরা স্বপ্নে ভগবানের দর্শন পাই। তাতে খুশি হওয়া স্বাভাবিক। তবে স্বপ্নে যদি ভগবানকে রুষ্ট দেখেন তা হলে আবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৮:৩৮
dreaming about god

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সাধারণ মানুষদের কাছে স্বপ্ন যতই অর্থহীন হোক, আদতে যে কোনও স্বপ্নেরই গভীর অর্থ থাকে। সব স্বপ্ন দেখেই যে আমাদের আনন্দ হয় তা নয়। কিছু স্বপ্ন এমনও হয় যা মনে শঙ্কার জন্ম দেয়, নানা প্রশ্ন জাগায়। তবে স্বপ্ন যা-ই হোক, তার কিছু না কিছু অর্থ থাকে। স্বপ্নে আমরা কী দেখব তাতে আমাদের কোনও হাত নেই। অনেক সময় আমরা স্বপ্নে ভগবানের দর্শন পাই। তাতে খুশি হওয়া স্বাভাবিক। তবে স্বপ্নে যদি ভগবানকে রুষ্ট দেখেন তা হলে আবার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। মনে হয়, কোনও ভুল করায় তিনি রাগ করলেন না তো! তবে শাস্ত্র জানাচ্ছে তেমন কোনও ব্যাপার নেই। স্বপ্নে ভগবানের দেখা পাওয়া শুভ ইঙ্গিত বলেই বিবেচিত হয়। এটি নানা বার্তা বহন করে আনে। জেনে নিন সেগুলি কী।

Advertisement

স্বপ্নে ভগবানের দেখা পাওয়ার অর্থ কী?

  • স্বপ্নে ভগবানকে রাগান্বিত অবস্থায় দেখলে সতর্ক হতে হবে। হতে পারে আপনি এমন কোনও কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন যেটি করা আপনার উচিত হবে না। সেটি করলে ঈশ্বর আপনার উপর রুষ্ট হবেন। সেই বার্তা তিনি নিজে স্বপ্নের মাধ্যমে আপনার কাছে আগে থাকতেই পৌঁছিয়ে দিলেন।
  • স্বপ্নে যদি ঈশ্বর হাসিমুখে, দু’হাত তুলে আপনার দিকে তাকিয়ে থাকেন তা হলে বুঝবেন তিনি আপনার মনের কথা শুনেছেন। স্বপ্নের মাধ্যমে তিনি আপনাকে আশীর্বাদ দান করলেন। আপনি এত দিন ধরে যেটি পাওয়ার প্রার্থনা করছিলেন, সেটি এ বার পেয়ে যাবেন।
  • স্বপ্নে ঈশ্বরের আবছা মূর্তি দেখতে পেলে বুঝবেন আপনি যে সমস্যা নিয়ে ঘেঁটে রয়েছেন সেটি শীঘ্রই মিটে যাবে। আশা হারালে চলবে না। পরিশ্রম করে যেতে হবে। ফল নিশ্চয়ই পাবেন।
  • এ ছাড়াও, অনেক সময় আমরা কী করা ঠিক হবে না হবে সে বিষয়ে চিন্তায় ভুগলে স্বপ্নে ভগবান আমাদের দেখা দেন। তিনি দিকনির্দেশনার উদ্দেশ্যেই এই কাজটি করে থাকেন বলে বিশ্বাস করা হয়। এ ক্ষেত্রে আপনার মন যেটা চাইছে সেটা করাই উচিত কাজ হবে। সেটি করলেই ফল পাবেন।
Advertisement
আরও পড়ুন