Indigo Flight

শকুনের ধাক্কায় টলোমলো, ৪০০০ ফুট উপর থেকে জরুরি অবতরণ রাঁচীগামী যাত্রিবাহী বিমানের!

ঘড়িতে সময় তখন দুপুর ১টা ১৪ মিনিট। বিহারের পটনা থেকে রাঁচীগামী বিমানটিকে জরুরিকালীন অবতরণ করাতে হয়। বিমানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৮:১১
Plain

—প্রতিনিধিত্বমূলক ছবি।

মাটি থেকে চার হাজার ফুট উপরে তখন বিমান। হঠাৎ কোথায় যেন ঠোক্কর। নড়ে উঠল আস্ত বিমান। সঙ্গে সঙ্গে সেখান থেকে জরুরি অবতরণ করালেন পাইলট। সোমবার অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল রাঁচীগামী একটি ইন্ডিগো বিমান। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি শকুনের ধাক্কায় এই বিড়ম্বনা। বাধ্য হয়ে ১৭৫ জন যাত্রী থাকা বিমানটির জরুরি অবতরণ করানো হয়।

Advertisement

সোমবার দুপুরে রাঁচীর বিরসা মুন্ডা বিমানবন্দরের ডিরেক্টর আর আর মৌর্য সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, বিমানটি যখন প্রায় ৪ হাজার ফুট উপরে তখনই একটি অঘটন হয়। ঘড়িতে সময় তখন দুপুর ১টা ১৪ মিনিট। বিহারের পটনা থেকে রাঁচীগামী বিমানটিকে জরুরিকালীন অবতরণ করাতে হয়। তিনি বলেন, ‘‘একটি শকুন ধাক্কা মারে বিমানটিতে। সে জন্য বিমানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা বিমানটির মেরামতিতে হাত দিয়েছেন।’’

পাশাপাশি, মৌর্য জানান, যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন। তবে স্বাভাবিক ভাবে এই ঘটনায় তাঁরা কিছুটা আতঙ্কিত। আর এক আধিকারিক জানান, রাঁচীগামী ওই বিমানটির এর পর কলকাতা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার ফলে সেই যাত্রা স্থগিত হয়েছে। যদিও এ নিয়ে ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

একই রকম ঘটনা ঘটেছে রবিবারও। আবহাওয়া খারাপ হওয়ার জন্য রায়পুর থেকে দিল্লিগামী একটি যাত্রিবাহী বিমান মাঝ-আকাশে অসুবিধায় পড়ে যায়। ঘূর্ণিঝড়ের কারণে জরুরি অবতরণ করাতে হয় বিমানটিকে।

Advertisement
আরও পড়ুন