India Afghanistan Trade Ties

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়়াতে চায় কাবুল! শীঘ্রই নয়াদিল্লি সফরে আসতে পারেন আফগান প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে তালিবান সরকারের কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়েছে। তাই ভারতীয় বিনিয়োগ বৃদ্ধিতে আরও জোর দিতে চাইছে আফগান সরকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১২:৫৮

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি করার ইচ্ছাপ্রকাশ করল কাবুল। পাকিস্তান-আফগানিস্তান টানাপড়েনের মাঝে সোমবার আফগানিস্তানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আলহাজ নূরউদ্দিন আজিজ়ি জানিয়েছেন, এ সংক্রান্ত আলোচনা করতে আগামী মাসের মধ্যেই সে দেশের এক বাণিজ্য প্রতিনিধি নয়াদিল্লি সফরে আসতে পারেন।

Advertisement

এই প্রথম বার ছ’দিনের জন্য ভারত সফরে এসেছেন আজিজ়ি। সোমবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আফগানিস্তানের কাছে ভারত এক গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তাই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বৃদ্ধি করতে চায় কাবুল। ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যের পরিমাণ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৯০ হাজার কোটি টাকার কাছাকাছি। তবে আফগান মন্ত্রী জানিয়েছেন, অদূর ভবিষ্যতে এর চেয়ে ‘অনেক বেশি’ বাণিজ্যের পরিকল্পনা রয়েছে কাবুলের। আজিজ়ি বলেন, ‘‘বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও দুই দেশের তরফে সদিচ্ছা রয়েছে।’’ তবে সফরে বাণিজ্য এবং চিকিৎসা ভিসা, বিমান ও স্থল করিডর এবং জলপথে বাণিজ্যের ক্ষেত্রে ইরানের চাবাহার বন্দর ব্যবহারের মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আফগান মন্ত্রী।

সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে তালিবান সরকারের কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়েছে। তাই ভারতীয় বিনিয়োগ বৃদ্ধিতে আরও জোর দিতে চাইছে আফগান সরকার। বাণিজ্য সংস্থাগুলিকে একপ্রকার আশ্বাস দিয়েই আজিজ়ি বলেছেন, ‘‘আফগানিস্তানে বাণিজ্যের বিশাল সম্ভাবনা রয়েছে। এখানে খুব বেশি প্রতিযোগী নেই। বাণিজ্য করতে চাইলে শুল্ক সহায়তাও পাওয়া যাবে। আমরা জমিও দিতে রাজি। নতুন খাতে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলিকে পাঁচ বছরের কর ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে।’’

Advertisement
আরও পড়ুন