Andhra Pradesh

স্বামীকে খুন করতে বিরিয়ানিতে ২০টি ঘুমের ওষুধ! অন্ধ্রপ্রদেশে গ্রেফতার বধূ ও প্রেমিক

নিহত যুবকের নাম লোকম শিবনগরাজু। প্রতিবেশীদের দাবি, গত কয়েক মাস ধরে লক্কারাজু নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন লোকমের স্ত্রী লক্ষ্মী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৬:৩২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামীকে খুন করতে ২০টি ঘুমের ওষুধ মিশিয়েছিলেন বিরিয়ানিতে! তা খেয়ে আচ্ছন্ন হয়ে পড়লে শ্বাসরোধ করে স্বামীকে খুন করলেন স্ত্রী। চলতি সপ্তাহে অন্ধ্রপ্রদেশে ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে ওই মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি রাতে। নিহত যুবকের নাম লোকম শিবনাগরাজু। প্রতিবেশীদের দাবি, গত কয়েক মাস ধরে লক্কারাজু নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন লোকমের স্ত্রী লক্ষ্মী। সেই সম্পর্কের কথা কোনও ভাবে জানতে পেরে যান লোকম। দু’জনের মধ্যে প্রায়ই এ নিয়ে বচসাও হত। এর পরেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষেন ওই মহিলা।

জেলা পুলিশ সুপার ভাকুল জিন্দল জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরে খুনের নিখুঁত পরিকল্পনা করা হয়েছিল। ঠিক হয়েছিল, লক্ষ্মী তাঁর স্বামীর জন্য বিরিয়ানি রান্না করবেন। খাবারে মিশিয়ে দেবেন এক পাতা ঘুমের ওষুধ। তা খেয়ে যুবক আচ্ছন্ন হয়ে পড়লে প্রেমিক লক্কারাজু এসে শ্বাসরোধ করে খুন করবেন তাঁকে। সেইমতো ঘুমের ওষুধ জোগাড় করা হয়। লক্কারাজুই সেগুলি কিনে এনে দেন প্রেমিকাকে। তার পর ঘুমের ওষুধ মেশানো বিরিয়ানি খেয়ে লোকম অচৈতন্য হয়ে পড়লে ভারী কোনও বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। সব শেষে, মৃত্যু নিশ্চিত করতে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মৃতদেহের পাঁজর ভেঙে গিয়েছে। গলায় শ্বাসরোধের চিহ্নও স্পষ্ট। অভিযুক্ত মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। খুনে সাহায্য করার অভিযোগে প্রেমিকের এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, তিনটি ঘুমের ওষুধের খালি পাতা, একটি লোহার রড, একটি মোটরসাইকেল এবং একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তিন অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন