Kerala Man

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মেরেছিল সহপাঠী, ৫০ বছর পর ‘রিইউনিয়নে’ নিলেন বদলা!

পুলিশ সূত্রে খবর, গত ২ জুন কেরলের কাসারগড়ে একটি স্কুলের পুরনো সহপাঠীদের ‘রিইউনিয়ন’-এর আয়োজন হয়। সেখানে অন্য সকলের মতো হাজির হয়েছিলেন বালকৃষ্ণণ এবং ম্যাথু বালিয়াপ্পালাক্কল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৮:২৪
স্কুলের ‘রিইউনিয়নে’ আক্রান্ত সেই সহপাঠী ভি জে বাবু। ছবি: সংগৃহীত।

স্কুলের ‘রিইউনিয়নে’ আক্রান্ত সেই সহপাঠী ভি জে বাবু। ছবি: সংগৃহীত।

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় সহপাঠীর হাতে মার খেয়েছিলেন এক ব্যক্তি। সম্প্রতি সেই স্কুলেরই পুরনো ছাত্রছাত্রীদের ‘রিইউনিয়ন’-এর আয়োজন করা হয়েছিল। ঘটনাচক্রে, সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আক্রান্ত এবং হামলাকারী দুই সহপাঠীই। পরস্পর মুখোমুখি হতেই পুরনো সেই স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে আক্রান্ত সেই সহপাঠীর। তার পরের ঘটনা শেষ পর্যন্ত থানায় পৌঁছোয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ২ জুন কেরলের কাসারগড়ে একটি স্কুলের পুরনো সহপাঠীদের ‘রিইউনিয়ন’-এর আয়োজন হয়। সেখানে অন্য সকলের মতো হাজির হয়েছিলেন বালকৃষ্ণণ এবং ম্যাথু বালিয়াপ্পালাক্কল। সেখানে এসেছিলেন ভিজে বাবু নামে আর এক ব্যক্তিও। তাঁরা তিন জনেই স্কুলে এক ক্লাসে, একসঙ্গে পড়াশোনা করেছেন। ঘটনাচক্রে, চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বালকৃষ্ণণকে মেরেছিলেন বাবু। শৈশবকালে স্কুলে পড়ার সময় যে ঘটনা প্রায় স্বাভাবিক। কিন্তু তার রেশ যে ৫০ বছর পরেও থাকবে, এমনটা বোধহয় কারও কল্পনাতেও আসবে না। তবে বালকৃষ্ণ এবং বাবুর ক্ষেত্রে কিন্তু তেমনটাই ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানে বাবুকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বালকৃষ্ণণ। অভিযোগ, আচমকাই বাবুর উপর চড়াও হন তিনি। তাঁকে পাথর দিয়ে মুখে, ঘাড়ে আঘাত করা হয়। ৫০ বছর আগের মারামারির সেই পুরনো রাগ পুষে রেখেছিলেন বালকৃষ্ণণ। সেই রাগ ৫০ বছর পরে ঠিক একই কায়দায় উগরে দিলেন সহপাঠী বাবুর উপর। এই ঘটনায় বালকৃষ্ণণ এবং আরও এক সহপাঠী ম্যাথুকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন