মৃত তরুণী প্রাচী। ছবি: সংগৃহীত।
পড়শি যুবকের প্রেম প্রত্যাখ্যান করেছিলেন বছর তেইশের প্রাচী হেমরাজ। তাঁকে খুনের পর ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের নাগপুরে। অভিযুক্ত শেখর আজাবারো ধোরেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃত তরুণী কলাবিভাগের ছাত্রী। বুধবার সন্ধ্যায় ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাচীর মায়ের অভিযোগের ভিত্তিতে শেখরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরে প্রাচীকে উত্ত্যক্ত করছিলেন শেখর। প্রাচীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু প্রাচী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ, তার পরেও প্রাচীকে নানা ভাবে বিরক্ত করতেন শেখর।
পুলিশ সূত্রে খবর, বার বার প্রত্যাখ্যাত হয়ে ‘বদলা’ নেওয়ার পরিকল্পনা করেছিলেন শেখর। বুধবার প্রহাচীর বাবা, মা এবং দাদা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিলেন প্রাচী। অভিযোগ, সেই সুযোগে প্রাচীদের বাড়ি আসেন শেখর। জোর করে ঘরে ঢোকেন। প্রাচীকে মারধর করেন। তার পর তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। প্রাচী যে খুন হয়েছেন সেটা যাতে কেউ ধরতে না পারেন, তার জন্য প্রাচীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে তাঁকে ঝুলিয়ে দেন। প্রাথমিক ভাবে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলেই সন্দেহ করে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, প্রাচীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় চোট। তার পরই একটি খুনের মামলা রুজু করা হয়। প্রাচীর মা শেখরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়েই শেখরকে গ্রেফতার করেছে পুলিশ।