Vladimir Putin's India tour

আগামী সপ্তাহেই ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, মোদীর সঙ্গে বৈঠকও করবেন, তারিখ জানিয়ে দিল ক্রেমলিন

চলতি বছরে ভারতে আসার কথা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। কিন্তু তাঁর সফর বাতিল হয়ে গিয়েছে। তার মাঝে পুতিনের এই ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৩:৩৯
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন, এই তথ্য আগেই জানা ছিল। এ বার সেই বহুপ্রতীক্ষিত সফরের তারিখ ঘোষণা করা হল। ক্রেমলিনকে উদ্ধৃত করে রাশিয়ার সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর ভারতে আসবেন পুতিন। ৫ ডিসেম্বর পর্যন্ত এ দেশে তাঁর কর্মসূচি রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন রুশ প্রেসিডেন্ট।

Advertisement

চলতি বছরে ভারতে আসার কথা ছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। কিন্তু তাঁর সফর বাতিল হয়ে গিয়েছে। আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষিতে পুতিনের এই সফর তাই তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে বিশেষজ্ঞদের একাংশের মত। পুতিনকে ভারতে আসার আহ্বান জানিয়েছিলেন মোদী। সেই আমন্ত্রণ রক্ষা করতেই নয়াদিল্লিতে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন পুতিন। শুক্রবার সকালে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশে পুতিনকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি রুশ প্রেসিডেন্টের জন্য পৃথক ভোজের আয়োজন করেছেন। এ ছাড়া, মোদী ও পুতিনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদী নয়াদিল্লি। এ ছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হতে পারে।

রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। ফলে মার্কিন-ভারত বাণিজ্য ধাক্কা খেয়েছে। তবে আমেরিকার এই পদক্ষেপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন করেনি নয়াদিল্লি। এর ফলে দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে। আমেরিকার বিরুদ্ধে ভারতের হয়ে সরব হয়েছে ক্রেমলিনও। এই পরিস্থিতিতে পুতিনের সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন