JNU

জেএনইউতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান, এফআইআর দায়ের দিল্লি পুলিশের

পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে দাবি করা হয়েছে স্লোগানগুলি ছিল ‘অত্যন্ত আপত্তিকর, উস্কানিমূলক ও জ্বালাময়ী’। ছাত্রসংগঠনের নেতৃত্বের দাবি, ২০২০ সালের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ওই সব স্লোগান ছিল। স্লোগানের কথা ছিল ‘আদর্শজনিত’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ০২:১৪
পড়ুয়াদের বিক্ষোভ জেএনইউয়ে।

পড়ুয়াদের বিক্ষোভ জেএনইউয়ে। ছবি: পিটিআই।

জওহরলাল নেহরু বিশ্ববিদ‍্যালয়ে স্লোগান উঠেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। গত ৫ জানুয়ারি সেই ঘটনায় এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।

Advertisement

শিক্ষা প্রতিষ্ঠানের সাবরমতী ধাবা প্রাঙ্গণে ছাত্র সমাবেশ থেকে উঠেছিল স্লোগান। গত ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা আধিকারিক বসন্তকুঞ্জ উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার ৩ (৫), ৩৫২ ও ৩৫৩ (১) ধারায় মামলা রুজু হয়েছে। যার মধ্যে রয়েছে শান্তিভঙ্গ করার উদ্দেশ্য নিয়ে ইচ্ছাকৃত অপমান ও জনসাধারণের ক্ষতি করার উদ্দেশে বিবৃতির মতো ধারা। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে দাবি করা হয়েছে স্লোগানগুলি ছিল ‘অত্যন্ত আপত্তিকর, উস্কানিমূলক ও জ্বালাময়ী’।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২০ সালের ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার স্মরণে এ বারেও আয়োজিত হয়েছিল প্রতিবাদ কর্মসূচি। তবে উমর খালিদ ও শারজিল ইমাম জামিন না পাওয়ায় আয়োজনের ‘ধরন’ পরিবর্তিত হয়েছিল। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গত ৫ জানুয়ারি যে সব স্লোগান উঠেছিল তাতে আদালত আবমাননা ও বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘণ— দুই-ই হয়েছে। যদিও ছাত্রসংগঠনের নেতৃত্বের দাবি, ২০২০ সালের ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে ওই সব স্লোগান ছিল। স্লোগানের কথা ছিল ‘আদর্শজনিত’। আরও দাবি, কোনও ব্যক্তিকে ‘লক্ষ্যবস্তু’ করার উদ্দেশ্য ছিল না।

প্রসঙ্গত, ছাত্রছাত্রীদের স্লোগানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন তদন্ত ও পুলিশি তদন্ত-দুই-ই চলছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মামলাটি তদন্তাধীন।

Advertisement
আরও পড়ুন