Air India DGCA

বার বার কর্তব্যে গাফিলতি! এয়ার ইন্ডিয়ার তিন শীর্ষকর্তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ডিজিসিএ-র কোপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার তিন জন শীর্ষকর্তা। অভিযোগ, গত কয়েক দিন ধরে তাঁদের কর্তব্যে একাধিক বার গাফিলতি হয়েছে। তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১৪:২২
DGCA ordered immediate action against three Air India officials

এয়ার ইন্ডিয়ার তিন জন শীর্ষকর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ ডিজিসিএ। —ফাইল চিত্র।

এয়ার ইন্ডিয়ার তিন জন শীর্ষকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ অবিলম্বে ওই তিন কর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে। তাঁরা এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের সূচি নির্ধারণের দায়িত্বে ছিলেন। অভিযোগ, গত কয়েক দিন ধরে লাগাতার এই কাজে গাফিলতি হয়েছে। বাধ্যতামূলক লাইসেন্স ছাড়াই কাউকে বিমানে ডিউটি দেওয়া হয়েছে। আবার কেউ টানা ডিউটিতে পর্যাপ্ত বিশ্রামটুকু পাননি। সম্প্রতি এই গাফিলতিগুলির কথা নিজে থেকেই প্রকাশ করেছে বিমান সংস্থা। তা খতিয়ে দেখে ডিজিসিএ তিন কর্তাকে চিহ্নিত করেছে এবং তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

Advertisement

ডিজিসিএ-র কোপের মুখে পড়েছেন এয়ার ইন্ডিয়ার ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট চূড়া সিংহ, ডিরেক্টরেট অফ অপারেশন্‌স ক্রিউ শিডিউলিংয়ের চিফ ম্যানেজার পিঙ্কি মিত্তল এবং ক্রিউ শিডিউলিং প্ল্যানিংয়ের পায়েল অরোরা। ডিজিসিএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘এয়ার ইন্ডিয়া স্বেচ্ছায় জানিয়েছে, বিমানকর্মীদের সূচি নির্ধারণ, নিয়মানুবর্তিতা এবং অভ্যন্তরীণ জবাবদিহিতে গাফিলতি হয়েছে। এই গাফিলতির সঙ্গে যে আধিকারিকেরা সরাসরি যুক্ত, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়নি, এটা উদ্বেগের।’’

অভিযোগ, এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের সূচি তৈরির দায়িত্বে থাকা এই তিন আধিকারিক কাজের নিয়ম মানেননি। বার বার একই ভুল করেছেন। ডিজিসিএ জানিয়েছে, তিন জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করতে হবে। ১০ দিনের মধ্যে তার রিপোর্ট ডিজিসিএ-কে দিতে হবে। আপাতত তাঁদের নিষ্ক্রিয় ভূমিকায় রাখতে হবে। বিমানকর্মীদের সূচি সংক্রান্ত কোনও কাজের দায়িত্বও এই তিন কর্তাকে দেওয়া যাবে না।

উল্লেখ্য, কিছু দিন আগে অহমদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানের ২৪২ জন যাত্রীর ২৪১ জন-সহ ওই দুর্ঘটনায় মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে সামনের একটি ভবনে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়েছিল। সেই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তার পর থেকে গত কয়েক দিনে এয়ার ইন্ডিয়ার বেশ কিছু বিমান বাতিলও করা হয়েছে। এ বার সেই সংস্থার তিন শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হল।

Advertisement
আরও পড়ুন