Child Falls from 12th Floor

জুতোর আলমারির উপরে বসান মা! পিছনের খোলা জানলা দিয়ে ১৩ তলা থেকে নীচে পড়ল চার বছরের শিশু

জুতোর আলমারির পিছনের জানলা খোলা ছিল। তাতে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে শিশুটি নীচে পড়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৬:৩০
আবাসনের করিডরে মায়ের সঙ্গে শিশুটি।

আবাসনের করিডরে মায়ের সঙ্গে শিশুটি। ছবি: ভিডিয়ো থেকে।

দুষ্টুমি করছিল বলে চার বছরের কন্যাকে জুতোর আলমারির উপরে বসিয়ে দিয়েছিলেন মা। পিছনেই ছিল জানলা। সেই জানলায় বসতে গিয়ে ১৩ তলা থেকে পড়ে গেল অন্বিকা প্রজাপতি নামে ওই শিশু। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মুম্বইয়ের নাইগাঁওয়ের ঘটনা।

Advertisement

আবাসনের করিডোরের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা (আনন্দবাজার ডট কম সেই ভিডিয়ো ফুটেজের সত্যতা যাচাই করেনি)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ অন্বিকাকে সঙ্গে নিয়ে ফ্ল্যাট থেকে বার হন মা। ফুটেজে দেখা গিয়েছে, ফ্ল্যাটের দরজায় তালা দিচ্ছেন মা। সে সময় বাড়ির বড়দের চটিতে পা গলাচ্ছিল খুদে। এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। তখন তার মা তাকে জুতোর আলমারির উপর বসিয়ে দেন। তিনি নিজে আলমারি থেকে জুতো বার করছিলেন। সে সময় শিশুটি জুতোর আলমারির মাথায় দাঁড়িয়ে পিছনের জানলায় বসার চেষ্টা করে।

জুতোর আলমারির পিছনের জানলা খোলা ছিল। তাতে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে শিশুটি নীচে পড়ে যায়। তার মা চিৎকার করতে শুরু করেন। লোকজন ছুটে আবাসনের নীচে পৌঁছে যান। শিশুটিকে ভাসাই পশ্চিমের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।

Advertisement
আরও পড়ুন