Ministry of External Affairs and Indian Army Press Briefing

ভারতের পশ্চিম সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করছে পাকিস্তান! আমরাও তৈরি, জানিয়ে দিলেন কর্নেল সোফিয়া

জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে শনিবার সকাল থেকে ‘হেভি শেলিং’ শুরু হয়েছে। পাক গোলায় নিহত হয়েছেন রাজৌরির সরকারি আধিকারিক-সহ তিন জন। পাক সংবাদমাধ্যমের দাবি, তিনটি এয়ারবেসে ভারত হামলা চালিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৪২
পাকিস্তানি সৈন্য সীমান্তের দিকে এগোচ্ছে, সরকার ও সেনার যৌথ বিবৃতিতে জানালেন কর্নেল সোফিয়া।

পাকিস্তানি সৈন্য সীমান্তের দিকে এগোচ্ছে, সরকার ও সেনার যৌথ বিবৃতিতে জানালেন কর্নেল সোফিয়া। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:৫৮ key status

এগোচ্ছে পাক সেনা

ভারতের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে পাকিস্তান। শনিবার এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা। সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, ‘‘দেখা গিয়েছে, পাকিস্তান সেনা তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে আনছে। এতে তাদের আক্রমণাত্মক অভিপ্রায় প্রকাশ পাচ্ছে।’’

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:২০ key status

ভারতের প্রত্যাঘাত

কর্নেল সোফিয়া জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।

Advertisement
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:১৬ key status

পাক হামলায় ক্ষয়ক্ষতি

বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের আক্রমণ জারি। ভারতীয় সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হচ্ছে। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে গোলাবর্ষণ চলছে। অধিকাংশ হামলায় ভারত নিষ্ক্রিয় করেছে। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসাকেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাই স্পিড মিসাইল ছোড়া হয়েছে।’’

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:১৩ key status

সীমান্তে সেনা মোতায়েন

নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েনের বৃদ্ধি করছে পাকিস্তান। যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছে ভারতীয় সেনা এবং সরকার। 

Advertisement
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:১০ key status

পাকিস্তানের ভুয়ো দাবি

শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানালেন বিদেশসচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে, তা-ও মিথ্যা। তিনি বলেন, ‘‘কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’’

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:০১ key status

পঞ্জাবে মিসাইল

পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে রাত ১টা ৪০ মিনিট নাগাদ হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ছোড়া হয় মিসাইল। দাবি কর্নেল সোফিয়ার।

Advertisement
timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১১:০০ key status

বিদেশ মন্ত্রক, সেনার সাংবাদিক বৈঠক শুরু

সকাল সাড়ে ১০টার পরে বিদেশ মন্ত্রক, সেনার সাংবাদিক বৈঠক শুরু হয়েছে। বিদেশসচিব বিক্রম মিস্রী, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ রয়েছেন।

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১০:৪১ key status

পাক এয়ারবেসে হামলা

পাক সংবাদমাধ্যমের দাবি, ভারত হামলা চালিয়েছে পাকিস্তানে। তিনটি পাকিস্তানি এয়ারবেসে ভারতের মিসাইল পড়েছে। তার মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস।

timer শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১০:৪১ key status

ভোর থেকে সংঘর্ষ

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলছে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অংশে। জম্মুর শম্ভু মন্দিরে পাক গোলা এসে পড়েছে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক-সহ তিন জনের। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন