Mumbai Murder

‘কী রে, তোর বৌ পালিয়েছে’? বিয়ে ভেঙে যাওয়ায় কটাক্ষ, বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে ধৃত যুবক

পুলিশ সূত্রে খবর, গণেশ এবং দিলখুশ দু’জনে ঘনিষ্ঠ বন্ধু। একটি কেটারিং সংস্থায় দু’জনেই একসঙ্গে কাজ করতেন। ঘটনাচক্রে, দু’জনেই বিহারের মধুবনী জেলার একই গ্রামের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১০:৫৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিয়ে ভেঙে যাওয়া নিয়ে বন্ধুকে কটাক্ষ করায় তাঁর হাতে খুন হতে হল এক যুবককে। মুম্বইয়ের মালাডে বন্ধুকে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গণেশ মণ্ডল। নিহত যুবকের নাম দিলখুশ শাহ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গণেশ এবং দিলখুশ দু’জনে ঘনিষ্ঠ বন্ধু। একটি কেটারিং সংস্থায় দু’জনেই একসঙ্গে কাজ করতেন। ঘটনাচক্রে, দু’জনেই বিহারের মধুবনী জেলার একই গ্রামের বাসিন্দা। সংস্থার কর্মীদের দাবি, দিলখুশ প্রায়ই গণেশকে তাঁর বিয়ে এবং সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কটাক্ষ করতেন। গণেশের স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। সেই বিষয় নিয়েও দিলখুশ কটাক্ষ করতেন বলে দাবি। মাঝেমধ্যেই বলতেন, ‘‘কী রে, তোর বৌ পালিয়েছে?’’ প্রত্যক্ষদর্শীদের দাবি, এই বিষয় নিয়ে দু’জনের মধ্যে বেশ কয়েক বার ছোটখাটো তর্কবিতর্কও হয়। কিন্তু আবার তাঁরা একই সঙ্গে যাওয়া-আসা এবং ওঠাবসা করতেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ দু’জনে কারখানায় যান। সেই সময়ে গণেশকে আবার কটাক্ষ করেন দিলখুশ। বিষয়টি নিয়ে দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় গণেশ আচমকাই সব্জি কাটার একটি ছুরি বার করে দিলখুশের গলায় কোপ বসিয়ে দেন। প্রচুর রক্তক্ষরণ হয় দিলখুশের। পালিয়ে যান গণেশ। স্থানীয়েরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে দিলখুশকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা কেন। স্থানীয়দের বয়ানের ভিত্তিতে গণেশকে এই ঘটনার কিছু ক্ষণের মধ্যেই গ্রেফতার করে পুলিশ। খুনের মামলা দায়ের করা হয়েছে গণেশের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন