US Deports Indian Migrants

২৫ মহিলা, ১২ নাবালক, আমেরিকা থেকে ফিরল চার বছরের ‘অবৈধবাসী’ শিশুও! কোন রাজ্যে কত

পরিসংখ্যান বলছে, বুধবার যাঁরা আমেরিকা থেকে ভারতে ফিরলেন, তাঁদের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম। অবৈধবাসীদের মধ্যে কনিষ্ঠতম চার বছরের এক শিশু। এ ছাড়া রয়েছেন ২৫ জন মহিলা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯
ভারতীয় অবৈধবাসীদের নিয়ে বুধবার অমৃতসরের বিমানবন্দরে নেমেছে আমেরিকার বিমান।

ভারতীয় অবৈধবাসীদের নিয়ে বুধবার অমৃতসরের বিমানবন্দরে নেমেছে আমেরিকার বিমান। ছবি: রয়টার্স।

আমেরিকা থেকে প্রথম দফায় ১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। বুধবার তাঁদের বিমান নেমেছে পঞ্জাবের অমৃতসরে। এই অবৈধ অভিবাসীদের তালিকায় রয়েছেন ২৫ জন মহিলা এবং ১২ জন নাবালক। কনিষ্ঠতম অবৈধবাসী চার বছরের এক শিশু। তাঁরা কেউ পঞ্জাবের বাসিন্দা, কেউ গুজরাতের, কেউ আবার মহারাষ্ট্রের। পঞ্জাব প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই অবৈধবাসীদের অধিকাংশই হয় বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন, অথবা ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও সেখানে থেকে গিয়েছিলেন।

Advertisement

পরিসংখ্যান বলছে, বুধবার যাঁরা আমেরিকা থেকে ভারতে ফিরলেন, তাঁদের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম। ৩০ জন পঞ্জাবের বাসিন্দা। গুজরাত এবং হরিয়ানার ৩০ জন করে রয়েছেন। এ ছাড়া, মহারাষ্ট্রের তিন জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের দু’জন করে বাসিন্দা আমেরিকা থেকে ফিরেছেন। বুধবার দুপুরে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান তাঁদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল।

আমেরিকার ওই বিমানে ভারতীয় অবৈধবাসীরা ছাড়াও ছিলেন ১১ জন বিমানকর্মী। এ ছাড়া, গোটা প্রক্রিয়া পর্যালোচনার দায়িত্বে বিমানে ছিলেন ৪৫ জন আমেরিকান আধিকারিক।

অবৈধবাসীদের গ্রহণ করা হবে বলে জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত মাসে এ বিষয়ে মার্কিন বিদেশসচিবের সঙ্গে কথা বলেছেন। তবে অবৈধবাসী বলে যাঁদের চিহ্নিত করা হচ্ছে, তাঁদের উপযুক্ত নথি দেখতে চেয়েছে নয়াদিল্লি। তাঁদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ভারতে তাঁদের গ্রহণ করা হবে।

দ্বিতীয় বার হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করেছেন। বিভিন্ন দেশ থেকে আমেরিকায় যাওয়া অবৈধবাসীদের চিহ্নিত করে তিনি তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। কঠোর করছেন সীমান্ত আইনও। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকায় যাওয়ার কথা। ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন মোদী।

Advertisement
আরও পড়ুন